Advertisement
Advertisement
Muhammad Yunus

‘হিন্দুবিদ্বেষী হিংসা নেই’, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওড়ালেন ইউনুস

নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে এই দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার।

Chief adviser of Bangladesh interim govt Muhammad Yunus denies torture on Hindu in Banglaesh
Published by: Sucheta Sengupta
  • Posted:September 30, 2025 5:51 pm
  • Updated:September 30, 2025 5:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে কোনও হিন্দুবিদ্বেষী হিংসা নেই, কেউ অরক্ষিত নয়। নিউ ইয়র্কে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এভাবেই উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। একইসঙ্গে ভারতকে তোপ দেগে তাঁর দাবি, ভারতের বিশেষত্ব এখন ‘ভুয়ো খবর’। যদিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সে দেশের হিন্দু সমাজ তো বটেই, ইউনুসের এই দাবির সঙ্গে একমত নয় মানবাধিকার সংগঠনগুলিও।

Advertisement

রাষ্ট্রসংঘের কাজে এই মুহূর্তে নিউ ইয়র্ক রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হিন্দুদের উপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করেন। উলটে ভারতকে দুষে ইউনুস বলেন, ‘‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়ো খবর।’’ তাঁর এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনছেন চট্টগ্রামে ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু। দেশদ্রোহিতার অভিযোগে তাঁকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এমনকী আইনি লড়াইয়ের সুযোগ পাচ্ছেন না তিনি। বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে ইউনুস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ মোটেই লঘু করা যাচ্ছে না। অথচ ইউনুসের দাবি, হিন্দুদের বিরুদ্ধে কোনও হিংসা হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম ভুয়ো খবর রটাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাঁকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশবাসী নিয়েছিলেন, তা নিয়ে ইউনুস বলেন, ‘‘আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম।’’ সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন ইউনুস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাব দেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ