সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনের চোখে সবাই সমান! বিভিন্ন সময় এই প্রবাদবাক্যটি শোনা গেলেও বাস্তবে এর প্রমাণ মেলে খুব কম। তবে সম্প্রতি ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটতে দেখা গেল লাতিন আমেরিকার দেশ চিলি (Chile)-তে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়ার জেরে ৩ হাজার ৫০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ টাকার বেশি জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে চিলির কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা (Sebastian Pinera)। সেখানে ঘোরার সময় তাঁর সঙ্গে সেলফি (selfie) তোলার আবেদন জানান এক মহিলা। তাতে সাড়া দেন চিলির প্রেসিডেন্টও। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ওই মহিলা সেলফিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই দেখা যায় যে চিলির প্রেসিডেন্টের মুখে কোনও মাস্ক নেই। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। দেশের প্রধান হওয়ার পরেও নিজেই কেন সরকারি নিয়ম ভাঙলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে শুধু সেখানেই শেষ হয়নি। সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।
চিলির স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে চিলিতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত সেখানে ৫ লক্ষ ৮১ হাজার ১৩৫ জন এই মহামারীকে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ০৫১ জনের। এর ফলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে জনসমক্ষে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সেই নিয়ম ভাঙে তাহলে জরিমানার পাশাপাশি জেলের পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। আর সেই নিয়ম ভাঙার জেরেই এবার খোদ দেশের প্রেসিডেন্টকেই জরিমানা দিতে হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.