সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপে পড়ে উত্তর কোরিয়াকে পরমাণু ও মিসাইল পরীক্ষা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে চিন৷ আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন, পিয়ংইয়ংয়ের একমাত্র বন্ধু বেজিংও এবার যুদ্ধবাজ কিমের রণংদেহি মনোভাবে উদ্বিগ্ন৷ কয়েকদিন আগেই ৪টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া৷ তারপরই দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করে আমেরিকা৷ দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধলে তার ফল যে ভাল হবে না, তা বুঝতে পেরেছে চিন৷ তাই এবার পরিস্থিতির জটিলতা কাটাতে আসরে নেমেছে বেজিং৷ তবে কারও কথায় কান দেওয়া ধাতে নেই যুদ্ধবাজ কিম জং উনের৷ তাই আরেকটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে উত্তর কোরিয়া বলে জানা গিয়েছে৷
কোরিয় উপত্যকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকেও সংযত হওয়ার বার্তা দিয়েছে বেজিং৷ এক চিনা আধিকারিক জানিয়েছেন, ওয়াশিংটন ও সিওলের যৌথ সামরিক মহড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে৷ এবং শীঘ্রই এধরনের মহড়া বন্ধ করুক ওই দুই দেশ৷
সোমবার, মোট চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। উত্তর পিয়ংগান প্রদেশের টংচ্যাং-রি থেকে ছোড়া এই মিসাইল ১০০০ কিলোমিটার দূরে গিয়ে জাপান সাগরে বিস্ফোরণ ঘটায়। যুদ্ধবাজ কিম স্পষ্ট জানিয়েছেন যে জাপানের মাটিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল মিসাইলগুলি৷ ওই স্থানটি আবার জাপান সীমান্তের খুব কাছেই এবং সে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। যে কারণে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.