Advertisement
Advertisement
China

প্রকৃতির রুদ্ররোষে চিন! বানভাসি বেজিংয়ে মৃত ৩০, ঘরছাড়া ৮০ হাজার মানুষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি রাস্তা, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন বহু এলাকায়।

China floods claim 30 lives in Beijing 80,000 people relocated

ছবি: সংগৃহীত

Published by: Kishore Ghosh
  • Posted:July 29, 2025 1:51 pm
  • Updated:July 29, 2025 4:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে ভয়াবহ বন্যা। খোদ রাজধানী বেজিং দুর্যোগে বিপর্যস্ত। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। একটানা বৃষ্টির মধ্যেই বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

Advertisement

বেজিং শহরের পৌরনিগমের বন্য়া নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গিয়েছে।

বছরের এই সময়টায় প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেজিংয়ে। ২০১২ সালের জুলাই মাসে বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়েছিল, যেটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা। বেজিংয়ে এবং চিনের অন্য প্রদেশে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ