Advertisement
Advertisement
Ahmedabad Plane Crash

‘ভারতের জন্য প্রার্থনা’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় সহমর্মিতা রাশিয়া, ইউক্রেন, চিনের

উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে।

China, Russia, France express solidarity with India after Ahmedabad plane crash
Published by: Biswadip Dey
  • Posted:June 12, 2025 7:40 pm
  • Updated:June 12, 2025 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে, বিমানে থাকা প্রায় সকলেরই মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া, চিন, ফ্রান্সের মতো দেশগুলি।

জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে শোকাহত জার্মানি। ভারতের মানুষদের জন্য প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘আমরা দেখেছি আহমেদাবাদ থেকে উড়ানের পর এয়ার ইন্ডিয়ার বিমানটির ভেঙে পড়ার ছবি। যেহেতু এখনও আমরা বিস্তারিত বিবরণ পাইনি, আমার ভাবনা ও হৃদয়ের আর্তি মাখা প্রার্থনা রয়েছে আমাদের ভারতীয় বন্ধুদের জন্য যাঁরা নিজেদের আপনজনদের নিরাপত্তার জন্য আশান্বিত।’

এদিকে ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহংও বেজিংয়ের তরফে দুর্ঘটনা নিয়ে শোকবার্তা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর মর্মাহত। দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ও তাঁদের পরিবারের পাশে আমাদের হৃদয়ের সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে যাঁরা আক্রান্ত তাঁদের সঙ্গেই রয়েছি আমরা।’ ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে মর্মাহত ফ্রান্স। আক্রান্ত ও তাঁদের প্রিয়জনদের পাশে রয়েছি আমরা।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স হ্যান্ডলে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ভয়াবহ খবর পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের সমস্ত নাগরিককে এই শোকের দিনে আমার গভীর সমবেদনা।’

প্রসঙ্গত, দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে AI171 বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। AI171 বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement