সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ২৫। পরে আরও ২৫। সব মিলিয়ে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা। এহেন পরিস্থিতিতে একেবারে উলটপুরাণ দেখা গেল। ভারতের পাশে দাঁড়াল বেজিং। নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডলে নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মস্তান’ বলে কটাক্ষ করলেন।
তিনি লিখেছেন, ‘মস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।’
ট্রাম্প প্রথমে হুঙ্কার দিয়েছিলেন, “বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয়। তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই ভারতের উপর আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে।” এরপরই গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এই ঘোষণার পর থেকেই বিতর্ক দানা বাঁধে।
Give the bully an inch, he will take a mile.
— Xu Feihong (@China_Amb_India)
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। কিন্তু ‘শত্রু’ চিন এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি করে ফেলেছে। তার ফলে বর্তমানে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ এবং পাকিস্তানি পণ্যের উপর ১৯ শতাংশ কর বসায় আমেরিকা। এবার চিন ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে খোঁচা দেওয়ায় কূটনৈতিক বিশ্ব চমকে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.