Advertisement
Advertisement
Israel

‘আত্মরক্ষার গণ্ডি ছাপিয়ে গিয়েছে ইজরায়েল’, গাজায় হামলায় নিন্দা ‘প্যালেস্টাইনপন্থী’ চিনের

গায়ের জোরে তিব্বত দখল করা চিনের মন্তব্য মানতে নারাজ আন্তর্জাতিক মহল।

Chinese Foreign Minister Says, Israel's actions in Gaza gone beyond 'self-defenses' | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 15, 2023 1:01 pm
  • Updated:October 15, 2023 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেজিংয়ের সঙ্গে জেরুজালেমের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। রীতি মেনেই সাম্প্রতিক রক্তক্ষয়ী লড়াইয়ে প্যালেস্টাইনের (Palestine) পক্ষে নিয়েছে কমিউনিস্ট চিন (China)। এবার গাজায় নেতনিয়াহুর সেনার ভয়ংকর হামলার বিরোধীতা করে চিনের বিদেশমন্ত্রী ওয়াং উই মন্তব্য করলেন, “আত্মরক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে ইজরায়েল (Israel)। গাজার আমজনতার উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

Advertisement

শনিবার ইজরায়েল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের মধ্যে ফোনালাপ হয়। এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশেগুলোতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চিনের সহায়তা চান ব্লিঙ্কেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে “গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা” পালন করার আহ্বান জানান। এর পরেই ইজরায়েলের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন ওয়াং। তাঁর দাবি, হামাসের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নিতে গিয়ে গাজার আমজনতার উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। যা ইজরায়েলের ‘আত্মরক্ষা’র নীতিকে ছাপিয়ে গিয়েছে। যা দ্রুত বন্ধ হওয়া উচিত।

[আরও পড়ুন: দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কেন! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের]

চিনের বিদেশমন্ত্রী শুক্রবার মন্তব্য করেছিলেন, ইজরায়েল-প্যালেস্টাইন শান্তি ফেরাতে একমাত্র পথ দ্বিপাক্ষিক সমাধান। আরও বলেন, দ্রুত এই বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত। যদিও চিনের দ্বিচারিতা বরাবর প্রশ্নের মুখে। উইঘুর মুসলিমদের চরম নির্যাতনে শিকার হতে হচ্ছে চিনেই। সেই চিনই আবার আরবদের বিষয়ে সমব্যথী। উল্লেখ্য, গায়ের জোরে তিব্বত দখল করছে চিন, তারা আদৌ ইজরায়েলকে জ্ঞান দেওয়ার যোগ্য কি না, তাও লাখ টাকার প্রশ্ন। তাছাড়া মুখে দ্বিপাক্ষিক সমাধানের কথা বললেও আন্তর্জাতিক মহলের উদ্বেগ- মধ্যপ্রাচ্যের দখলদারি নিয়ে বর্তমান যুদ্ধে যেভাবে জরিয়ে পড়ছে সুপার পাওয়ার রাশিয়া-চিন এবং আমেরিকা, তা গোটা পৃথিবীর জন্যই ভাল খবর নয়। ইজরায়েলকে দেওয়া ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারিতে ইশান কোণে কালো মেঘ দেখছে ভারত-সহ বহু রাষ্ট্র। 

[আরও পড়ুন: ‘নেতানিয়াহু শয়তান, প্যালেস্টাইনের পাশে থাকুন’, মোদিকে আর্জি ওয়েইসির]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement