Advertisement
Advertisement
Crop-killing fungus

কৃষি-সন্ত্রাস! ফসল নষ্টকারী মারণ ছত্রাক-সহ আমেরিকায় গ্রেপ্তার চিনা বিজ্ঞানী

কী এই কৃষি সন্ত্রাস?

Chinese scientist arrested for smuggling crop-killing fungus into US

গ্রেপ্তার চিনা বিজ্ঞানী।

Published by: Amit Kumar Das
  • Posted:June 4, 2025 1:42 pm
  • Updated:June 4, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে ‘ভাতে মারা’র ছক! ফসল নষ্টকারী মারণ ছত্রাক আমেরিকায় পাচারের চেষ্টা চিনের! সম্প্রতি এমনই ভয়াবহ ছত্রাক ট্রাম্পের দেশে পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন চিনা বিজ্ঞানী। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, কোনও দেশের অর্থনীতিকে চরম ধাক্কা দেওয়ার জন্য কার্যত মারণাস্ত্র এই ছত্রাক। গোটা ঘটনায় চিনের বিরুদ্ধে কৃষি-সন্ত্রাসের অভিযোগ উঠছে।

আমেরিকার তরফে জানা যাচ্ছে, এই মারণ ছত্রাক আমেরিকায় পাচারের চক্রান্তে যুক্ত এক চিনা দম্পতি। তাঁরা হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান এবং ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ছত্রাক পাঠান লিউ। দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জিয়ানকে। যদিও লিউ বর্তমানে কোথায় রয়েছেন তা জানা যায়নি। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। যার অর্থ কোটি কোটি ডলারের ক্ষতি। বিচার বিভাগের তরফে এই ঘটনাকে ‘কৃষি সন্ত্রাস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

কী এই কৃষি সন্ত্রাস?
উৎপাদিত ফসল, খাস্য সরবরাহ ও এই সংক্রান্ত বাণিজ্যকে প্রভাবিত করতে যখন জৈব, রাসায়নিক বা তেজস্ক্রিয় অস্ত্রের সাহায্য নেওয়া হয় তাকেই বলে কৃষি সন্ত্রাস বলে। সহজভাবে বললে, জৈব, তেজস্ক্রিয় বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে কোনও দেশের ইচ্ছাকৃতভাবে ফসল নষ্ট করা। এর ফলে দেশের খাদ্য সরবরাহ তো বটেই বিরাট প্রভাব পড়ে আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যক্ষেত্রে। কৃষি সন্ত্রাসের জেরে শুধু ফসলই ক্ষতিগ্রস্ত হয় না, যারা এই খাদ্যশৃঙ্খলের মধ্যে পড়ে যেমন গৃহপালিত পশু-পাখি, যেমন গরু, ছাগল, মুরগির মৃত্যু হয়। প্রভাব পড়ে মানুষের উপরও। অভিযোগ, বিচার বিভাগের কাছে শুরুতে এই লিয়ান এই ধরনের অভিযোগের কথা অস্বীকার করলেও পরে আদালতের কাছে তিনি স্বীকার করে নেন এই ছত্রাক আমেরিকায় পাচারের কথা।

মার্কিন অ্যাটর্নি জেরোম গোর্গন জুনিয়র জানান, আমেরিকার অন্দরে এই ধরনের বিপজ্জনক ছত্রাক পাচার জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এই ঘটনার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও রীতিমতো আক্রমণাত্মক সুরে চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করার প্রতিজ্ঞা করেন। যদিও বেজিংয়ের তরফে এই ঘটনার নিন্দা করে জানানো হয়েছে, এই পদক্ষেপ শুধু অন্যায় নয়, পক্ষপাতদুষ্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement