সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসেই চিনকে চোখ রাঙিয়ে মালাবার মহড়ায় শক্তিপ্রদর্শন করেছিল কোয়াড জোট। দশদিন ধরে সাগরে যুদ্ধকৌশল ঝালিয়ে নেয় ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার নৌবাহিনী। এবার পালটা দিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যৌথ সামুদ্রিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে চিন! সমুদ্রে ভারতকে ঘিরে ফেলতেই এই ছক কষছে লালফৌজ বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।
দিল্লির কপালে ভাঁজ ফেলে চিনা ফৌজের গতিবিধি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করা রয়েছে চিনের ডুবোজাহাজ। একই সঙ্গে সেখানে নজরে এসেছে লালফৌজের একাধিক রণতরীর গতিবিধি। এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, করাচি বন্দরে চিনের ৯২৬ টাইপ সাবমেরিন নোঙর ফেলেছে। ফলে মনে করা হচ্ছে, বড়সড় নৌ-মহড়ার প্রস্তুতি নিচ্ছে চিন ও পাকিস্তান। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ ও বেজিংয়ের এই যৌথ মহড়া ভারতের উদ্বেগের কারণ হতে পারে। কারণ এর আগে চিনের বিরুদ্ধে সাগরে চরবৃত্তির অভিযোগ এনেছিল ভারত।
উল্লেখ্য, চলটি বছরের অক্টোবর মাসে শ্রীলঙ্কার (Sri Lanka) বন্দরে নোঙর করার কথা ছিল শি ইয়ান ৬ নামের একটি চিনা জাহাজের। বেজিংয়ের মতে, ওই জাহাজটি নাকি গভীর সমুদ্রে গবেষণা চালাচ্ছে। এখানেই ভারতের দাবি ছিল, চরবৃত্তিই হচ্ছে শি ইয়ান ৬-এর আসল কাজ। কিন্তু গত সেপ্টেম্বরে ড্রাগনের ছক ভেস্তে দিয়ে চিনের ‘নজরদারি’ জাহাজকে নোঙর করার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। তাই কি এবার গবেষণার নামে আরও একবার পাকিস্তানে ঘাঁটি গড়তে চলেছে চিন? কারণ এর আগেও পাকিস্তানের করাচি ও গদর বন্দরে চিনা রণতরী মোতায়েন করা হয়েছিল৷
বলে রাখা ভালো, নয়াদিল্লিকে চাপে ফেলতে পাকিস্তান (Pakistan) ও অন্যান্য ভারত বিরোধী শক্তিগুলোকে মদত যুগিয়ে চলেছে চিন। দক্ষিণ চিন সাগরে সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে লাল ফৌজ। যা নিয়ে ভারত-সহ আমেরিকার সঙ্গে চিনের সংঘাত তুঙ্গে। দক্ষিণ-চিন সাগরে লালফৌজের আগ্রাসী কার্যকলাপে উদ্বিগ্ন হয়ে জাপানও নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়ে চিনকে রুখতে প্রস্তুত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.