সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বন্দুকবাজের হামলা। ভরা সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে পর পর গুলি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ৩৯ বছর বয়সি ডেমক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উড়িব শনিবার বগোটার একটি পার্কে সভা করছিলেন। ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তখনই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মঞ্চেই লুটিয়ে পড়েন মিগুয়েল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। মিগুয়েলের গলায় এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিগুয়েল একজন পদপ্রার্থী ছিলেন। তদন্তকারীদের অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর উপর হামলা হয়েছে। ঘটনার কয়েকঘণ্টা পরই এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Urgente 🇨🇴
Aquí está el momento del atentado al Dr Miguel Uribe
Que dolor de Patria
Gobierno miserable !Imágenes sensibles
— Luis Aníbal Rincón Arguello. ® 🇨🇴 (@Rincon001A)
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, “এই হামলা কেবল কোনও ব্যক্তির বিরুদ্ধেই নয়, বরং গণতন্ত্র, স্বাধীন চিন্তা এবং কলম্বিয়ার বৈধ রাজনীতির অনুশীলনের বিরুদ্ধেও আক্রমণ। আমরা এর তীব্র জানাই। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.