Advertisement
Advertisement
Columbia University

ইজরায়েল-বিরোধী প্রতিবাদের জের! ট্রাম্পের নির্দেশিত পথে হেঁটে ৮০ জন পড়ুয়াকে বহিষ্কার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

ট্রাম্পের নির্দেশিত পথে হাঁটল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।

Columbia University suspends, expels 70 students staging pro-Palestinian protests
Published by: Subhodeep Mullick
  • Posted:July 24, 2025 9:18 am
  • Updated:July 24, 2025 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের! ট্রাম্পের নির্দেশিত পথে হেঁটে অন্তত ৮০ জন পড়ুয়াকে বহিষ্কার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, তাঁদের ডিগ্রিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন সরকারের নির্দেশের উলটো পথে গেলেও কলম্বিয়া তা করল না।

Advertisement

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একটি বিবৃতিতে জানিয়েছে, পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের নীতি, নিয়ম এবং শৃঙ্খলা লঙ্ঘন করলে, তার পরিণতি ভোগ করতেই হবে। যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা বাটলার লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ সামিল হয়েছিলেন।   

প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও। তা সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশ দফা নির্দেশনামা পাঠানো হয়। যদিও তা পত্রপাঠ খারিজ করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এরপরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ায় হার্ভার্ড। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্টের নির্দেশিত পথে হেঁটেই কড়া পদক্ষেপ করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement