Advertisement
Advertisement
Rafale

পাক দাবি খারিজ, অপারেশন সিঁদুরে ক’টা রাফালে খুইয়েছে ভারত? স্পষ্ট করল প্রস্তুতকারী সংস্থা

দাসাল্টের সিইওর দাবি, ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই রাফালে যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে চিন ও পাকিস্তান।

Dassault CEO rejects Pakistan's claim on Rafale during Operation Sindoor
Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2025 7:05 pm
  • Updated:July 8, 2025 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সময় ভারতের কোনও রাফালে জেট নামাতে পারেনি পাকিস্তান। পাক সরকারের দাবি খারিজ করে জানিয়ে দিল খোদ রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন। সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়ে দিলেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি মাত্র রাফালে যুদ্ধবিমান খুইয়েছে। তবে সেটা শত্রুর সঙ্গে সংঘর্ষে নয়। বরং পদ্ধতিগত ব্যর্থতার কারণে।

Advertisement

আসলে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের সেই দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নিয়েছেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যার বিষয়টি এড়িয়ে গিয়ে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জোর দেন, ত্রুটি খোঁজায়। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার হয় যে, অপারেশন সিঁদুরের সময় ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। কিন্তু ঠিক কতগুলি রাফালে ভারত খুইয়েছে এবং কেন খুইয়েছে সেটা স্পষ্ট করেননি সেনা সর্বাধিনায়ক।

শত্রুর সঙ্গে সংঘাতে ভারত রাফালে খুইয়েছে, এ খবর ফ্রান্সের সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনকে ধাক্কা দেয়। সার্বিকভাবে ফরাসি প্রযুক্তিই প্রশ্নের মুখে পড়ে যায়। রাফালে প্রস্তুতকারী সংস্থা পুরো বিষয়টির সত্যতা যাচাই করার জন্য ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে। এবার দাসাল্টের সিইও জানিয়ে দিলেন, ওই অপারেশনের সময় ভারত মাত্র একটি রাফালে জেট খুইয়েছে। তাও পদ্ধতিগত ভুলের জন্য। দাসাল্টের সিইও বললেন, “পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান নামানোর দাবি অসত্য এবং অপ্রত্যাশিত।” তিনি নিশ্চিত করেন, “ভারত একটি রাফালে হারিয়েছে। তবে সেটা শত্রুর সঙ্গে সংঘাতে নয়। পদ্ধতিগত ত্রুটির জন্য।”

দাসাল্টের সিইওর দাবি, ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই রাফালে যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে চিন ও পাকিস্তান। ওই যুদ্ধবিমানের শক্তি এবং প্রযুক্তিগত সামর্থ্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের কর্তারা বলছেন, অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে গিয়ে রাফালে সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে চিন ও পাকিস্তান। ওই দেশগুলি যাতে রাফালে না কেনে সেটা নিশ্চিত করতে চাইছে ওই দুই দেশ। তাদের মূল উদ্দেশ্য, রাফালে যুদ্ধবিমানের ‘সুখ্যাতি’ নষ্ট করা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement