Advertisement
Advertisement

Breaking News

Hamas

‘রবিবারের মধ্যে সই না করলে নরক নেমে আসবে’, হামাসকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

আগেই গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Deal must be reached by Sunday, Trump's ultimatum to Hamas

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 3, 2025 8:36 pm
  • Updated:October 3, 2025 8:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি চরম সময়সীমা বেঁধে দিলেন হামাসের জন্য। হুঁশিয়ারি দিলেন, রবিবার ৬টার মধ্যেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে। না হলে নরক নেমে আসবে।

Advertisement

নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমরা কোনও না কোনওভাবে শান্তি প্রতিষ্ঠা করবই। হিংসা ও রক্তপাত বন্ধ হবে। এখনই বন্দিদের মুক্তি দাও, দেহ ফেরাও! রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে। প্রতিটি দেশ স্বাক্ষর করেছে! যদি এই শেষ সুযোগ। চুক্তিতে পৌঁছতে না পারলে নরক নেমে আসবে হামাসের উপরে।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষবিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন-একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইজরায়েল এবং হামাস দু’পক্ষই এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। ৭২ ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দিদের ফেরাতে হবে। ইজরায়েলও সমস্ত বন্দিদের মুক্তি দেবে। তারপরই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে, রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গাজার প্রশাসন এবং অন্যান্য় গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। এই পরিস্থিতিতে এবার তিনি চরম হুঁশিয়ারি দিলেন হামাসকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ