Advertisement
Advertisement
Texas floods

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, ‘১০০ বছরে সবচেয়ে ভয়াবহ’, টেক্সাসের বন্যায় উদ্বিগ্ন ট্রাম্প

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

Death toll crosses 100, search for missing continues in Texas floods
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 10:26 am
  • Updated:July 8, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই খারাপ হচ্ছে টেক্সাসের পরস্থিতি। বন্যা ও ভূমিধসের জেরে সেন্ট্রাল টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। সেখানে এখনও পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। সেদিনই টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেওয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।

এই বিপর্যয়ের মধ্যেই খারাপ খবর শুনিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসের বিভিন্ন অঞ্চলে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। তারই মধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে কাউন্টিতে যে ২৮ জন শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে তারা সকলে একটি সামান ক্যাম্পে যোগ দিতে এসেছিল বলে জানা গিয়েছে। এই বন্যাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement