Advertisement
Advertisement
Los Angeles

মাঝআকাশে ইঞ্জিনে আগুন! লস অ্যাঞ্জেলসে জরুরি অবতরণ বোয়িং ড্রিমলাইনারের

ফের বিমান বিভ্রাট!

Delta's Boeing 767 engine catches fire mid-air, makes emergency landing in Los Angeles
Published by: Subhodeep Mullick
  • Posted:July 20, 2025 9:44 am
  • Updated:July 20, 2025 10:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে ইঞ্জিনে আগুন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমান। পাইলটের তৎপরতায় তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে লস অ্যাঞ্জেলস থেকে আটলান্টার উদ্দেশে রওনা দিয়েছিল ডিএল ৪৪৬ বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত মহাসাগরের উপর আচমকা বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। এরপরই হুলস্থূল পড়ে যায় বিমানের ভিতর। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে তড়ঘড়ি লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সবুজ সংকেত মিলতেই বিমানটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লস অ্যাঞ্জেলসে অবতরণের পরই ছুটে আসেন দমকলকর্মীরা এবং উদ্ধারকারী দল। একে একে যাত্রী এবং ‘ক্রু’ দের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টা পর নিভে যায় আগুন। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তরফে ইতিমধ্যেই শুরু করা হয়েছে তদন্ত।

ডেল্টার এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মাঝআকাশে বিমানের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যাওয়া। এরপরই পাইলট তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলসে ফিরিয়ে নিয়ে আনেন। বিমানের যাত্রী এবং ‘ক্রু’ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement