সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কার্যক্ষেত্রে বাহাত্তর ঘণ্টার মধ্যে (ভারতীয় সময় রবিবার ভোরে) ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল ওয়াশিংটন। প্রশ্ন হল, সম্ভাব্য হামলার খবর ছিল ইরানের কাছে? কারণ প্রকাশ্যে এসেছে ইরানের ফোরডোর পরমাণুকেন্দ্রের কিছু উপগ্রহচিত্র। সেখানে দেখা গিয়েছে, হামলার আগেই সারি সারি ট্রাক ইরানের ওই পরমাণুকেন্দ্রে দাঁড়িয়ে আছে। কেন এই তৎপরতা?
এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে খোদ মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে। সেখানে বলা হয়েছে, আমেরিকার হামলার দু’দিন আগে, অর্থাৎ ১৯ জুন পরমাণুকেন্দ্রটির যে জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে, সেই রাস্তায় ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। স্যাটেলাইট সংস্থা ‘ম্যাকসার’-এর উপগ্রহচিত্রে যা দেখা গিয়েছে। পরের দিনের ছবিতে পরমাণুকেন্দ্রে প্রবেশদ্বারে কয়েকটি ট্রাক এবং বুলডোজারও দেখা গিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকা হামলা চালাবে এই আশঙ্কাতেই পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম অন্যত্র সরাচ্ছিল ইরান। আরেকটি মত হল, ইরান যাতে পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম গোপন ঘাঁটিতে সরাতে না পারে, সে কথা ভেবেই তড়িঘড়ি হামলা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে অবশ্য ইরান বা আমেরিকা সরকারি ভাবে কিছু জানায়নি।
প্রসঙ্গত, রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। অন্যদিকে তেহরান পালটা হামলা চালাতে পারে আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে জারি সতর্কতা। কার্যতই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরগুলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.