Advertisement
Advertisement
Donald Trump

ইউক্রেনে শান্তি ফেরাতে ভারতে মোটা শুল্ক দরকার! আদালতে ধাক্কা খেয়েও সওয়াল ট্রাম্পের

অধিকাংশ শুল্কই ‘বেআইনি’, ট্রাম্পকে বিঁধে রায় দিয়েছিল আমেরিকার নিম্ন আদালত।

Donald Trump administration says tariff on India needed for Ukraine
Published by: Anwesha Adhikary
  • Posted:September 4, 2025 4:54 pm
  • Updated:September 4, 2025 4:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে শান্তি ফেরাতে ভারতের উপর বিরাট অঙ্কের শুল্ক চাপানো দরকার! আদালতে এমন আজব সওয়াল করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে আমেরিকার সলিসিটর জেনারেল জন সয়্যার বলেছেন, ট্রাম্পের শুল্কনীতি আসলে শান্তি স্থাপনের অন্যতম হাতিয়ার।

Advertisement

বিভিন্ন দেশের উপরে চাপানো তাঁর অধিকাংশ শুল্কই ‘বেআইনি’, ট্রাম্পকে বিঁধে এই রায় দিয়েছিল আমেরিকার নিম্ন আদালত। তার প্রতিবাদেই সুপ্রিম কোর্টে গিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের তরফে পেশ করা পিটিশনে লেখা হয়েছে, ‘রাশিয়া থেকে শক্তিসম্পদ কেনার কারণে আমরা ভারতের উপর শুল্ক চাপিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমস্যা মোকাবিলা করতেই এই শুল্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক প্রত্যাহার করে নিলে আমেরিকা আর্থিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।’

ওই পিটিশনেই আরও বলা হয়েছে, শুল্কনীতি আসলে শান্তি ফেরানোর অন্যতম হাতিয়ার। উল্লেখ্য, আমেরিকা বারবার দাবি করেছে যে রুশ তেল কেনার মাধ্যমে আসলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে শক্তি জোগাচ্ছে ভারত। মার্কিন চোখরাঙানি সত্ত্বেও রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনেছে ভারতের শোধনাগারগুলি। এই বিষয়টিতে দীর্ঘদিন ধরেই রুষ্ট ওয়াশিংটন। এবার তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধ থামাতে শুল্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই এক মার্কিন আদালত জানিয়ে দেয়, বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের অধিকাংশ শুল্কই ‘বেআইনি’। তবে তাঁর আরোপিত শুল্কে স্থগিতাদেশ দেয়নি আদালত। অক্টোবর পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই রায়ের বিরোধিতা করে ট্রাম্প বলেন, ‘যদি শুল্ক তুলে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে।’ নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ