Advertisement
Advertisement
Donald Trump

‘আমি অত্যন্ত অনুতপ্ত’, ঝগড়া মিটিয়ে ট্রাম্পকে বার্তা মাস্কের, ‘যুদ্ধ’ ভুলে এবার কি পুনর্মিলন?

ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন টেসলা কর্তা।

Donald Trump and Elon Musk likely to be friends again
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2025 5:06 pm
  • Updated:June 11, 2025 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝগড়া ভুলে ফের সন্ধির পথে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক? সেরকমই ইঙ্গিত দিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। লস অ্যাঞ্জেলসের বিক্ষোভে ট্রাম্প যা পদক্ষেপ সেই নিয়ে বিরোধিতার ঝড় উঠলেও মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করেছেন মাস্ক। এবার নিজের সোশাল মিডিয়ায় সাফ লিখলেন, ট্রাম্পকে নিয়ে করা কয়েকটা পোস্ট নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের দূরত্বের কথা এখন সর্বজনবিদিত। ক্রমেই চড়ছে বিরোধের ঝাঁজ। দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাস্কের সঙ্গে কথা বলার মতো ইচ্ছে নেই তাঁর। এখানেই না থেমে আরও বলেছিলেন, ‘বন্ধু’ মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি মাস্ককে ফোন করা বা কোনওভাবে যোগাযোগ করার কথা ভাবছেন কিনা। তবে ‘ইগো’ সরিয়ে রেখে তিনি নিজে মাস্কের কাছে যাবেন না সেটাও পরিষ্কার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু গত কয়েকদিন ধরে খানিকটা উলটো সুর শোনা যাচ্ছে মাস্কের গলায়। লস অ্যাঞ্জেলস ইস্যুতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। বিক্ষোভকারীদের তোপ দেগেও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার সরাসরি ট্রাম্পকে কুকথা বলার জন্য দুঃখপ্রকাশ করলেন টেসলা কর্তা। সোশাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কয়েকটা পোস্টের জন্য সত্যিই খুব অনুতপ্ত।’ তারপর থেকেই জোর চর্চা, তাহলে কি এবার ঝগড়া ভুলে আবার বন্ধুত্বে ফিরবেন ট্রাম্প-মাস্ক?

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত একটি ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে। মাস্ক দাবি করেন, ”এই বিল নিয়ে আমায় কিছু জানানো হয়নি। চুপিচুপি মধ্যরাতে এটি পাশ করা হয়েছে।” এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন টেসলা কর্তা। পাশাপাশি শুরু হয় বাদানুবাদ। তবে এবার কি সেই যুদ্ধের অবসান?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement