Advertisement
Advertisement
Donald Trump

ফের ট্রাম্পের শুল্কবাণে বিপাকে ভারত! এবার ওষুধে ১০০ শতাংশ কর বসালেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে।

Donald Trump announces 100 percent tariff on pharma products
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2025 8:56 am
  • Updated:September 26, 2025 9:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ! এবার ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে।

Advertisement

বৃহস্পতিবার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যেসমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে, তারা শুল্কের আওতায় পড়বে না। নতুন এই শুল্কহার প্রত্যেকটি দেশের জন্যই প্রযোজ্য। উল্লেখ্য, ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ আমেরিকায় রপ্তানি করা হয়। আগেই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এবার কেবলমাত্র ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক বসায় বড়সড় সমস্যায় পড়বেন ভারতের ওষুধ রপ্তানিকারীরা।

কেবল ওষুধ নয়, কিচেন ক্যাবিনেট, বাথরুমের সরঞ্জামের উপর আগামী ১ অক্টোবর থেকে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এছাড়াও আসবাবের উপর ৩০ শতাংশ বসছে। ২৫ শতাংশ কর চাপছে বড় ট্রাকের উপরেও। মার্কিন প্রেসিডেন্টের মতে, বিদেশি পণ্যে ছেয়ে গিয়েছে আমেরিকার বাজার। জাতীয় সুরক্ষা এবং স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রবণতা বন্ধ করা উচিত। আমদানি করার বদলে যাবতীয় পণ্য আমেরিকার মাটিতেই তৈরি করতে হবে, নির্দেশ ট্রাম্পের। তাঁর মতে, এই পদক্ষেপ করার মাধ্যমেই আমেরিকার জাতীয় সুরক্ষা নিশ্চিত হবে।

ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। বিরাট ক্ষতির আশঙ্কা করছে ওষুধ, মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার আরও বেশি শুল্কের কোপে পড়তে চলেছে এই পণ্যগুলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ