সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলোপাথাড়ি কোপ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাক। সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হল, এবার থেকে বিদেশি ট্রাকগুলির উপর চাপানো হবে ২৫ শতাংশ শুল্ক। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নয়া এই নীতি। অনুমান করা হচ্ছে, ট্রাম্পের এই শুল্ক কোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কানাডা, মেক্সিকোর মতো দেশগুলি।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্যান্য দেশ থেকে আমেরিকায় আমদানি করা মাঝারি ও ভারী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন হারের এই শুল্ক। ট্রাম্পের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকার উৎপাদন শিল্পকে রক্ষা করা এবং বিদেশি আমদানির নির্ভরতা কমানো। এদিকে মার্কিন বাণিজ্য বিভাগের রিপোর্ট বলছে, ২০২৪ সালে আমেরিকায় প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করেছে। যার বেশিরভাগটাই কানাডা এবং মেক্সিকো থেকে এসেছে। খরচ পড়েছে ২০.১ বিলিয়ন ডলার।
বলার অপেক্ষা রাখে না ট্রাম্পের এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমেরিকার দুই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো। এসএন্ডপি গ্লোবালের রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ব্যবহৃত ৮০ শতাংশ মাঝারি এবং ভারী ট্রাকের বিদেশ থেকেই আমদানি করা হয়। যার জেরে শুরু থেকেই এই ব্যবস্থা পরিবর্তনে দিকে নজর ছিল ট্রাম্পের। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদেশি ট্রাকে শুল্ক চাপাল ট্রাম্প প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.