Advertisement
Advertisement
Donald Trump

শুল্কযুদ্ধে ইতি! চিনের সঙ্গে চুক্তি আমেরিকার, এবার ভারতের সঙ্গে সমঝোতা ট্রাম্পের?

বেজিংয়ের উপর কতখানি শুল্ক বজায় রাখলেন ট্রাম্প?

Donald Trump announces deal with China after halting tariffs
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2025 7:23 pm
  • Updated:June 11, 2025 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি থামতে চলেছে শুল্কযুদ্ধ? সেরকমটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জানান, চিনের সঙ্গে আমেরিকার চুক্তি হয়ে গিয়েছে। সবমিলিয়ে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এছাড়া মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ কর বসাবে বেজিং।

মাসখানেক আগেই শুল্কযুদ্ধে রাশ টেনে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছিল বেজিং এবং ওয়াশিংটন। দীর্ঘ আলোচনার পর ৯০ দিনের জন্য শুল্ক কমাতে রাজি হন দুই দেশের প্রেসিডেন্ট। উল্লেখ্য, ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে পারস্পরিক শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। এর পালটা চিন আমেরিকার উপর কর চাপায়। পরে বাকি দেশগুলির জন্য ৯০ দিনের স্থগিতাদেশ জারি করলেও রেহাই মেলেনি চিনের। শেষ পর্যন্ত ১২৫ ও ১৪৫ শতাংশ পারস্পরিক শুল্ক ছিল দুই দেশের মধ্যে। তবে মে মাসে সেই শুল্ক স্থগিত করেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প।

সংঘর্ষবিরতির একমাস পরেই আমেরিকা এবং চিনের মধ্যে চুক্তি হয়ে গিয়েছে বলে জানান ট্রাম্প। বুধবার ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘চিনের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে, শুধু দুই প্রেসিডেন্টের সম্মতির অপেক্ষা। চুম্বক এবং অন্যান্য খনিজ দ্রব্য সরবরাহ করবে চিন। আমরাও আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে চিনা পড়ুয়াদের পড়ার সুযোগ দেওয়া হবে। সবমিলিয়ে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক চাপানো হবে, ওরা ১০ শতাংশ কর চাপাবে।’

ট্রাম্পের এই ঘোষণার আগেই অবশ্য চিনের ভাইস প্রিমিয়ার জানিয়েছিলেন, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত চিন। তারপরেই বড়সড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের দুই অর্থনৈতিক পাওয়ারহাউস যখন সমঝোতা করে ফেলেছে, তাহলে আপাতত শুল্কযুদ্ধের পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলেই মত বিশ্লেষকমহলের। অন্যদিকে, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে জোরকদমে আলোচনা চালাচ্ছে ভারত। চিনের পর এবার কি নয়াদিল্লির সঙ্গেও সমঝোতা করবে ট্রাম্প প্রশাসন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement