সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার হামলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাঘাত করেছে ইরান। কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে আছড়ে পড়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। ইরানের এই হামলা নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ইরানের এই হামলা অত্যন্ত দুর্বল। আমরা জানতাম এরকম কিছু একটা হবে। তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম। তেহরানের ছোড়া ১৪টি মিসাইলের মধ্যে ১৩টি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ১টি মিসাইল আছড়ে পড়েছে। তবে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের এই হামলায় কোনও আমেরিকান নাগরিকেরও ক্ষতি হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করছি এবার হিংসা না ছড়িয়ে ইরান শান্তি এবং সম্প্রীতির দিকে এগোবে। ইজরায়েলকেও আমি সেই পথে হাঁটার আহ্বান জানাচ্ছি।’
আমেরিকার হামলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাঘাত করেছে ইরানে। কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে আছড়ে পড়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। সোমবার রাতে (ভারতীয় সময়) কাতারের রাজধানীয় দোহায় অবস্থিত আমেরিকার আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে একসঙ্গে ৬টি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহাতের খবর মেলেনি। সূত্রের দাবি, শুধুমাত্র কাতার নয়, ইরাক, বাহরিন এবং কুয়েতের মার্কিন সেনাঘাঁটিতে হামলা করেছে ইরান। এরপরই সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বাহরিনের আকাশসীমা।
এদিকে হামলার তীব্র নিন্দা করেছে কাতার সরকার। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘সরাসরি আমাদের সার্বভৌমত্বে আঘাত ইরানের। উত্তর দেওয়ার অধিকার আমাদেরও আছে।’ স্বাভাবিকভাবেই এই হামলার পর কাতারে থাকা ভারতীয়দের সতর্ক করেছে নয়াদিল্লি। আপাতত ঘর থেকে বেরতে নিষেধ করা হয়েছে তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.