ছবি: হোয়াইট হাউজের এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার উপকূলে ক্যারিবিয়ান সাগরে একটি মাদক চোরাচালানকারী ডুবজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। এই ঘটনায় পাকড়াও দুই চোরাচালানকারীকে তাঁদের দেশে ফেরাচ্ছে মার্কিন প্রশাসন। বাকি দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প সরকার।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমেরিকার দিকে আসা একটি মাদকপাচারকারী ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে।’ তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘এই ঘটনায় দু’জন জঙ্গি নিহত হয়েছে। অন্য দু’জনকে তাদের দেশ ইকুয়েডর এবং কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে।’
ট্রাম্প জানিয়েছেন, এই ডুবোজাহাজে নিষিদ্ধ ফেন্টানিল-সহ অন্যান্য মাদক দ্রব্য ছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশালে দাবি করেছেন, ‘মাদক পাচারের পরিচিত পথেই এই মাদকবাহী জাহাজ আসছিল মার্কিন মুলুকে। মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছেন এখানে ফেন্টানিল-সহ অন্যান্য মাদক ছিল।’ তিনি দাবি করেছেন, ‘এই ডুবজাহাজ আমেরিকায় পৌঁছালে অন্তত ২৫ হাজার নাগরিকের মৃত্যু হতে পারত।’ এই আক্রমণে কোনও মার্কিন সেনার হতাহতের খবর নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। যদিও এই ডুবোজাহাজ কোন দেশ থেকে আসছিল তা এখনও নিশ্চিত করা হয়নি।
হোয়াইট হাউসের তরফ থেকে এই ডুবোজাহাজে আক্রমণের ভিডিও প্রকাশ করা হয়েছে এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছে কীভাবে এই আক্রমণ করা হয়েছে।
DESTROYED: Confirmed DRUG-CARRYING SUBMARINE navigating towards the United States on a well-known narcotrafficking transit route.
“Under my watch, the United States of America will not tolerate narcoterrorists trafficking illegal drugs, by land or by sea.” – President Trump
— The White House (@WhiteHouse)
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ওই দুষ্কৃতির দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমরা খুশি যে ও বেঁচে আছে। দেশের আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছ’টি মাদকবাহী জলযানে মার্কিন বিমান হামলা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই স্পিডবোট বলে জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি এগুলি ভেনেজুয়েলা থেকে যাত্রা শুরু করেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.