Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পই সংঘর্ষবিরতি করেছেন! ‘শত্রু’ আমেরিকার পাশে রাশিয়া, মোদিকে তোপ কংগ্রেসের

পুতিনের সঙ্গে কথা বলতে গিয়ে ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।

Donald Trump claim credit for ceasefire again, Congress slam Modi

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 6, 2025 12:28 pm
  • Updated:June 6, 2025 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গিয়েও ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই কথপোকথনের পরেই পুতিনের অন্যতম পরামর্শদাতা ইউরি উশাকোভ বলেন, ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে ফের কেন্দ্রের কাছে জবাব চেয়েছে কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, এখনও কি চুপ করে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

গত বুধবার প্রায় ৭৫ মিনিট ফোনে কথা বলেন ট্রাম্প-পুতিন। সেই কথোপকথনের পর সাংবাদিকদের সামনে এসে ইউরি বলেন, “মধ্যপ্রাচ্য এবং ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে কথা বলেছেন দুই প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন বলেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে।” তবে ট্রাম্প কবে, কীভাবে সংঘর্ষবিরতি করেছেন সেই নিয়ে পুতিনের পরামর্শদাতা বিস্তারিত কিছু বলেননি।

রুশ কূটনীতিকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই মোদিকে প্রশ্ন করেছে কংগ্রেস। হাত শিবিরের নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রেসিডেন্ট পুতিনের পরামর্শদাতা জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ থেমেছিল ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি এই বিষয়ে আলোকপাত করবেন?’

উল্লেখ্য, সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মধ্যস্ততাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। ক’দিন আগে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসার সঙ্গে আলাপচারিতাতেও তিনি দাবি করেন, বাণিজ্যের শর্তেই ভারত-পাক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। যার মধ্যস্ততা তিনিই করেছেন। যদিও বিদেশমন্ত্রী এস জয়শংকর দ্ব্যর্থহীন ভাষায় জানান, ভারত-পাক সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই। মোদিও আগে জানিয়েছেন যে ভারত-পাক সংঘর্ষ থামাতে কোনও তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি। তা সত্ত্বেও নিজের দাবি থেকে সরতে অনড় ট্রাম্প। উলটে একাধিকবার কৃতিত্ব দাবি করে চলেছেন তিনি। কেন এই নিয়ে ট্রাম্পকে সরাসরি পালটা দিচ্ছে না মোদি সরকার, প্রশ্ন তুলেছে বিরোধীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement