সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুই দশক ধরে উগ্র ডানপন্থীদের উত্থান দেখছে পৃথিবী। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানপন্থার দাপট দেখাতে বাম ও অতিবামপন্থার মাজা ভেঙে দিতে বদ্ধপরিকর ধনকুবের এই রাষ্ট্রনেতা। সেই উদ্দেশ্যে এবার ফ্যাসিবাদ বিরোধী অতিবাম গোষ্ঠী ‘অ্যান্টিফা’কে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করলেন ট্রাম্প। ‘অ্যান্টিফা’কে যাঁরা আর্থিক সাহায্য করেন, তাঁদের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার ফ্যাসিবাদ বিরোধী অতিবাম গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার বাস্তবেই তাই করলেন তিনি। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “আমি আমেরিকার দেশপ্রমিকদের উদ্দেশে জানাচ্ছি যে অ্যান্টিফা একটি অসুস্থ, বিপজ্জনক এবং অতিবাম বিপর্যয়। এটিকে আমি একটি বড় জঙ্গিগোষ্ঠী হিসাবে ঘোষণা করছি। যাঁরা অ্যান্টিফাকে অর্থ সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্তের প্রস্তাব করছি।”
বিশ্লেষকদের ধারণা, আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ট্রাম্প-ঘনিষ্ঠ রক্ষণশীল নেতা চার্লি কার্কের খুনের ঘটনার সঙ্গে বামপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়টি সম্পর্কিত। কার্কের মৃত্যুর পরে একটি ভিডিওবার্তায় ট্রাম্প বলেছিলেন, “বছরের পর বছর ধরে অতিবামপন্থীরা চার্লির মতো দুর্দান্ত আমেরিকানদের নাৎসি এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট হত্যাকারী ও অপরাধীদের সঙ্গে তুলনা করে আসছিল। আজ আমরা দেশে যে সন্ত্রাস দেখছি, এই ধরনের বক্তব্যই তার জন্য সরাসরি দায়ী। এগুলি এখনই বন্ধ হওয়া উচিত।” স্পষ্টতই কার্কের খুনের বিষয়টিকে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.