প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক শুল্কের কোপ। কার্যত গোটা বিশ্বকে শুল্ক নাচ নাচিয়ে নিজেই ফাঁদে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নিত্য ব্যবহৃত পণ্যে শুল্কের কোপে ক্ষোভ বেড়েছে আমেরিকাবাসীর। প্রভাব পড়েছে বন্ধু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও। এই অবস্থায় দুই পা পিছিয়ে এলেন ‘বেপরোয়া’ ট্রাম্প। ‘ভাঙব তবু মচকাব না’, এই মানসিকতায় তিনি সই করলেন নয়া আদেশনামায়। যার মাধ্যমে এবার থেকে আমেরিকায় শুল্কমুক্ত বাণিজ্য করা যাবে বহু পণ্যে।
গত শুক্রবার নয়া আদেশনামায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যার মাধ্যমে গ্রাফাইট, টাংস্টেন, ইউরেনিয়াম, সোনার মতো ধাতু, ওষুধ-সহ আরও বহু পণ্য আমেরিকায় রপ্তানি করতে গেলে কোনও শুল্ক দিতে হবে না। যার অর্থ আমেরিকায় প্রতি বছর বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানি করে ভারত। সেক্ষেত্রে এই সকল পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সম্ভব। সোমবার থেকে কার্যকর হবে এই শুল্ক ছাড়। যার জেরে উপকৃত হবে বহু দেশ। তবে সিলিকন জাতীয় পণ্যের উপর কোনও ছাড় দেওয়া হয়নি মার্কিন প্রশাসনের তরফে। পাশাপাশি, যে দেশগুলির সঙ্গে এখনও বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি সেই দেশগুলির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে মার্কিন প্রশাসন।
জানা যাচ্ছে, যে সকল পণ্য আমেরিকায় উৎপাদন সম্ভব নয়, সেই সকল পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে নয়া আদেশনামায়। ফলে বিমানের যন্ত্রাংশ, জেনেরিক ওষুধ, খনিজ পণ্য ও প্রাকৃতিকভাবে আমেরিকায় উৎপাদিত হয় না এমন সব পণ্য শুল্কমুক্ত বলে ঘোষিত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন কাস্টমস বিভাগের তরফে সোনার উপর অধিক শুল্কের কথা জানানো হয়েছিল। যা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে সেই জল্পনার অবসান ঘটল ট্রাম্পের নয়া আদেশনামায়। যেখানে বলা হয়েছে, “মার্কিন কর্মকর্তাদের সুপারিসের ভিত্তিতে শুল্ক ক্ষেত্রে এই পরিবর্তনগুলি আনা হয়েছে। দেশের জরুরি অবস্থা মোকাবিলার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।”
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর আমেরিকাকে বিশ্বে মহান দেশ হিসেবে তুলে ধরতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ থেকে অবৈধবাসীদের তাড়ানোর পর। বাণিজ্য ক্ষেত্রে শুরু করেন শুল্কযুদ্ধ। মার্কিন শুল্কের কোপ পড়ে ব্রাজিল, চিন-সহ বহু দেশের উপর। বহু দেশ ট্রাম্পের রোষানল থেকে বাঁচতে লোকসান মেনে নিয়ে তড়িঘড়ি শুল্ক চুক্তি করে। ভারত অবশ্য সে পথে হাঁটেনি। যার জেরে ভারতের উপর চাপানো হয়েছে ৫০ শতাংশ শুল্ক। ট্রাম্পের এমন উন্মাদের মতো আচরণে বিরুদ্ধে সরব হয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিকরা। শুল্ক কোপে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় দেশের অন্দরেও ট্রাম্প বিরোধী সুর চড়তে শুরু করেছে। এমতাবস্থায় বেশকিছু পণ্যে শুল্কছাড় দিয়ে নয়া আদেশনামায় সই করলেন ডোনাল্ড ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.