সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষে কোয়াড সম্মেলন আয়োজিত হবে ভারতে। কিন্তু সেখানে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! শনিবার ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যদিও নয়াদিল্লি কিংবা ওয়াশিংটনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াই জানানো হয়নি।
কিন্তু কেন এই সিদ্ধান্ত ট্রাম্পের? ওই মার্কিন সংবাদমাধ্যমের ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনর্যাভেল্ড’ শীর্ষ প্রতিবেদনে পরিষ্কার দাবি করা হয়েছে, বছরশেষে ট্রাম্পের ভারতে আসার কথা থাকলেও তিনি সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন। এর পিছনে অবশ্যই রয়েছে এই মুহূর্তে বহুলচর্চিত ট্রাম্প-মোদি সম্পর্কের ফাটল। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার ভারত-পাকিস্তান যুদ্ধের ‘সমাধান’ করার দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরক্ত করে তুলেছিল। এবং এটা কেবলই সূত্রপাত।’
প্রতিবদনে আরও দাবি করা হয়েছে, গত ১৭ জুন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একবার দীর্ঘ কথোপকথনের পর আর ফোন রিসিভ করেননি মোদি। এর পর থেকে দুই দেশের সম্পর্কে বেশকিছু টানাপোড়েন তৈরি হয়েছে। ৫০ শতাংশ শুল্কের কোপ পড়েছে ভারতের উপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ঘুরপথে ভারতকে দায়ী করেছেন ট্রাম্প। সব মিলিয়ে ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে দু’জনের সম্পর্ক। আর তারই ফলশ্রুতি, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতে যাবেন না।
অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের আগ্রাসনকে সামাল দিতে হাতে হাত রেখেছিল এই দেশগুলি। যদিও বাইডেন শাসনে বার বার অভিযোগ উঠেছিল, কোয়াড ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে। তবে ভারত ও প্রশান্ত মহাসাগরে চিনা আগ্রাসন ব্যাপক আকার নেওয়ায় ফের গুরুত্ব বাড়ে কোয়াডের। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে আমেরিকায় অনুষ্ঠিত হয়েছিল কোয়াড। তাতে শামিল ছিল ভারতও। সেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড। পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছিল ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই তাদের ‘দাদাগিরি’ বরদাস্ত করা হবে না।
বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতি প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে। একদিকে ‘শুল্কবোমা’ মেরে ট্রাম্প দূরে সরে গিয়েছেন ভারতের, অন্যদিকে ‘শত্রু’র বিরুদ্ধে জোট বাঁধছে ভারত ও চিন! রবিবারই এসসিও বৈঠকের আগে মিলিত হয়েছেন মোদি ও জিনপিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.