হোয়াইট হাউসে অপেক্ষারত শাহবাজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে সম্প্রতি হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার মাঝে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সাক্ষাতের আগে ট্রাম্প শাহবাজকে মহান নেতা বলে ঘোষণা করলেও, তাঁর (ট্রাম্পের) আচরণে তার ছিটেফোঁটাও দেখা গেল না। বরং হোয়াইট হাউসে কার্যত অপমানিত হলেন পাক প্রেসিডেন্ট। জানা যাচ্ছে, ওভাল অফিসে শাহবাজকে ৩০ মিনিটের বেশি অপেক্ষা করিয়ে রাখা হয়। এমনকী সাক্ষাতের পরও সরকারিভাবে কোনও ছবি না ভিডিও প্রকাশ করা হয়নি।
প্রথা অনুযায়ী, হোয়াইট হাউসে কোনও রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলে, সেই সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। তবে সে নিয়ম এক্ষেত্রে পালন করা হয়নি। বৈঠক যে হয়েছে সে তথ্য প্রকাশ করা হয় শুধুমাত্র পাকিস্তান সরকারের তরফে। হোয়াইট হাউসের এহেন আচরণ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাবি করা হচ্ছে, এই ঘটনায় স্পষ্ট যে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ আমেরিকা। তবে সাক্ষাতের আগেও ট্রাম্পের আচরণ খুব একটা স্বাভাবিক ছিল না।
পাকিস্তানে প্রধানমন্ত্রীর দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বৈঠকের আগে শাহবাজ শরিফকে ওভাল অফিসে ৩০ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়। দাবি করা হচ্ছে, ওই সময় মার্কিন প্রেসিডেন্ট একটি সরকারি নির্দেশনামায় সাক্ষর করছিলেন যার জেরে এই দেরি। নির্ধারিত ধরে দীর্ঘ সময় ধরে একাই বসে থাকতে হয় তাঁকে। পরে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিদেশসচিব মার্কো রুবিও। পাক প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, এই বৈঠক যথেষ্ট সদর্থক ছিল। তবে হোয়াইট হাউসে অপেক্ষারত পাক প্রধানমন্ত্রীর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
তবে সাক্ষাতেই পর বৈঠকের কোনও ছবি প্রকাশ না করা হলেও, বৈঠকের আগে পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “এক দারুণ নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন পাক সেনাপ্রধান, তিনিও অসাধারণ মানুষ।” উল্লেখ্য, সৌদির সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো। তাই সৌদির সঙ্গে চুক্তির পর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে উদ্যোগী ইসলামাবাদ। সেকারণেই নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিয়ে আমেরিকাকে পাশে চেয়েছেন শাহবাজ। বালোচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.