Advertisement
Advertisement
Donald Trump

‘ভারতের বাজারের নাগাল পাব’, বাণিজ্যচুক্তি নিয়ে ফের বড়সড় ঘোষণা ট্রাম্পের

আগামী কয়েকদিনে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য়চুক্তি ঘোষণা করবে আমেরিকা।

Donald Trump makes massive statement on trade deal with India
Published by: Anwesha Adhikary
  • Posted:July 16, 2025 10:15 pm
  • Updated:July 16, 2025 10:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ফের বড়সড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ভারতের বাজারে আরও বেশি করে নাগাল পেতে চলেছে আমেরিকা। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সঙ্গে এই মর্মে আমেরিকার চুক্তি হয়েছে। ভারতও সেইভাবেই চুক্তি করতে চলেছে বলেই মত মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আগামী কয়েকদিনে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য়চুক্তি ঘোষণা করবে তাঁর প্রশাসন। সেই প্রসঙ্গেই ভারতের কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “কয়েকদিন আগে আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছি। সেই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার বাজারের পুরো নাগাল পেয়েছি আমরা। কোনও শুল্ক গুণতে হবে না। এই চুক্তি করে ইন্দোনেশিয়ার বাজারের যতটা নাগাল আমরা এখন পাব, আগে কোনওদিন এতটা পাইনি।”

মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারতের বাজারেও একইভাবে নাগাল পেতে চলেছে আমেরিকা। সাংবাদিকদের তিনি বলেন, “ভারতের সঙ্গে চুক্তিতে সবচেয়ে বড় বিষয় এটাই। ইন্দোনেশিয়ার মতো করেই চুক্তি চাইছে ভারত। আমরা ভারতের বাজারের নাগাল পেতে চলেছি।” সূত্রের খবর, পারস্পরিক শুল্কের হার ২০ শতাংশের নিচে রাখতে চলেছে ভারত-আমেরিকা। তবে বেশ কিছু পণ্যে শুল্ক চাপানো নিয়ে এখনও একমত হতে পারেনি দুই দেশ। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। শুল্কছাড়ের মেয়াদ আবারও কিছুটা বাড়িয়েছেন ট্রাম্প। তার মধ্যেই কি চুক্তি করে ভারতের বাজারের নাগাল তুলে দেওয়া হবে আমেরিকার হাতে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement