Advertisement
Advertisement
Tony Abbott

‘বড় ভুল করেছেন ট্রাম্প’, মার্কিন ‘শুল্কযুদ্ধ’ ভারতের পাশে প্রাক্তন অজি প্রধানমন্ত্রী, তুললেন পাকিস্তানের প্রসঙ্গও

আর কী বললেন তিনি?

Donald Trump misplayed his hand with India on tariffs, says former Australian Prime Minister Tony Abbott
Published by: Subhodeep Mullick
  • Posted:October 17, 2025 3:54 pm
  • Updated:October 17, 2025 3:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ‘শুল্কযুদ্ধ’ নিয়ে এবার নয়াদিল্লির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তাঁর মতে, ভারতের উপর শুল্ক চাপিয়ে বড় ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি তুলেছেন পাকিস্তানের প্রসঙ্গও।

Advertisement

সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠান যোগ দিয়েছিলেন টনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি ট্রাম্পের সমর্থক। কিন্তু আমার মনে হয় ইদানিং ভারতের সঙ্গে তিনি যেরকম আচরণ করছেন, তা ঠিক নয়। শাস্তি হিসাবে ভারতের উপর শুল্ক চাপিয়ে তিনি বড় ভুল করেছেন। অনেক দেশ আছে যারা বর্তমানে ঠিক কাজ করছে না। উদাহরণ হল চিন। কিন্তু তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওই ধরনের আচরণ করছেন না।” টনি আরও বলেন, “আমি মনে করি এই শুল্কযুদ্ধ একটি বড় বিপর্যয়। তবে কিন্তু গণতন্ত্রের সঙ্গে ভারতের যে মূল্যবোধ রয়েছে, তা বিবেচনা করলে, আমার মনে হয় এটি এই বিপর্যয় সাময়িক। শীঘ্রই সব স্বাভাবিক হয়ে যাবে।” এখানেই শেষ নয়, আমেরিকা-পাকিস্তানের অতি সখ্যতাকেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা যে বড় ভুলগুলি করেছিল তার মধ্যে অন্যতম হল নিরন্তরভাবে পাকিস্তানের দিকে ঝোঁকা। টনি বলেন, “আমেরিকার স্বার্থ পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে বেশি করে জড়িয়ে রয়েছে।”

প্রসঙ্গত, ভার‍তীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবেই ভারতের উপর শুল্ক চাপানো হয়েছে। তবে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি জানান, কেবল রুশ তেল কেনা নয়, ভারত যেভাবে বাণিজ্যচুক্তি নিয়ে ‘গড়িমসি’ করেছে, তার জেরেও বিরাট মাপের শুল্ক বসানো হয়েছে।

উল্লেখ্য, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে। কিন্তু এখনও একমত হয়ে চুক্তি সই করতে পারেনি দু’পক্ষ। বিশ্লেষকদের একাংশের মতে, সেদেশের কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ