সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ইজরায়েলের সংসদে দাঁড়িয়ে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি।
গাজা শান্তিচুক্তি কার্যকর করতে সোমবার মধ্যপ্রাচ্যে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, ইজরায়েলের তরফে মুক্তি দেওয়া হয়েছে ২০০০ প্যালেস্টিনীয়কে। ‘শান্তি’র বিরাট এই সাফল্য তুলে ধরে ইজরায়েলের সংসদে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সংঘাত থামিয়ে আমেরিকা বেশ কয়েকটি দেশের মধ্যে শান্তির সেতু নির্মাণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারত-পাকিস্তান।” তাঁর এই মন্তব্যের পরই সেখানে উপস্থিত সকলে হাততালি দিয়েও ওঠেন।
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি রাষ্ট্রসংঘের সভায় যোগ দিয়েও একই দাবি করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.