ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভলোদিমির জেলেনস্কি (Trump Zelenskyy Meeting)। কিন্তু সেই সাক্ষাতের আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বড়সড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প। সাফ জানিয়ে দিলেন, রুশ অধিকৃত ক্রাইমিয়া ফিরে পাওয়ার কথা জেলেনস্কি যেন না ভাবেন। একইসঙ্গে ন্যাটোর সদস্যপদ পাওয়ার স্বপ্নও ভুলে যেতে বলেছেন ট্রাম্প।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই নিজের সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ১২ বছর আগে ক্রাইমিয়া হস্তান্তর হয়েছিল। সেটা আর ফেরত আসবে না। ইউক্রেনও ন্যাটোর সদস্যপদ পাবে না। উল্লেখ্য, ট্রাম্পের এই বক্তব্য আসলে রাশিয়ার অবস্থানেরই প্রতিফলন। প্রবল নিন্দিত হলেও ক্রাইমিয়া ফিরিয়ে দিতে রাজি নয় রাশিয়া। একইসঙ্গে মস্কোর মত, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায় তাহলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুতিন যা চান সেই কথাই এবার শোনা যাচ্ছে ট্রাম্পের মুখে।
এহেন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এই বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ট্রাম্প। আগের মতো কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইউরোপীয় নেতারা জেলেনস্কির সঙ্গে একজন প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব অথবা ন্যাটো মহাসচিব মার্ক রুট তাঁর সঙ্গে যেতে পারেন।
তবে বৈঠক শুরুর আগেই জেলেনস্কিকে কড়া বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প। ফলে প্রশ্ন উঠছে, এই হুঁশিয়ারির পর কি ট্রাম্প-জেলেনস্কি বৈঠক সফল হওয়ার আদৌ কোনও সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যেই পুতিন জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যদি পূর্ব দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে তবেই রাশিয়া অন্যান্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। এবার জেলেনস্কির সঙ্গে বৈঠকেও কি পুতিনের কথাই তুলে ধরবেন ট্রাম্প? নাকি দু’দেশের সংঘর্ষ থামাতে অন্য কোনও পন্থা অবলম্বন করবেন তিনি? নজর গোটা বিশ্বের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.