সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধের ধাক্কা কাটিয়ে খানিকটা স্বাভাবিক হচ্ছে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক। তাই গাজার শান্তি সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু বলে সম্ভাষণ করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যে মুচকি হাসলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গাজা যুদ্ধ শেষের দিনে ট্রাম্পের ঘোষণা, ভারত এবং পাকিস্তান খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে।
সোমবার গাজার শান্তি সম্মেলনে মোদি-শাহবাজ দু’জনেই আমন্ত্রিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে এই সম্মেলনে যাননি। তবে মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে এল মোদির নাম। শান্তি সম্মেলনের মঞ্চে ভাষণ দিতে উঠে ট্রাম্প বললেন, “ভারত মহান দেশ। ভারতের নেতৃত্বে যিনি রয়েছেন, তিনি আমার খুব ভালো বন্ধু। নেতা হিসাবে তিনি দারুণ কাজ করছেন। আমার মনে হয় ভারত আর পাকিস্তান এবার থেকে খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে।”
| Egypt | US President Donald Trump says, “India is a great country with a very good friend of mine at the top and he has done a fantastic job. I think that Pakistan and India are going to live very nicely together…”
(Video source: The White House/YouTube)
— ANI (@ANI)
ট্রাম্প যখন একথা বলছেন, তখন তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে শাহবাজ। মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে তাঁর মুখে মুচকি হাসি। সেই দেখে শাহবাজের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সাহায্য করবেন তো?” জবাবে স্রেফ হাসিমুখে মাথা নাড়েন শাহবাজ। পরে পাক প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে উঠে বলেন, “ট্রাম্প না থাকলে ভারত-পাক যুদ্ধ কোন পর্যায়ে যেত তা কল্পনা করা যায় না। হয়তো যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য কেউই বেঁচে থাকতেন না।”
উল্লেখ্য, গাজার যুদ্ধবিরতির আবহে ভারত-পাক সংঘর্ষ থামানোর কৃতিত্ব নিতে ভোলেননি ট্রাম্প। তাঁর কথায়, “আসলে শুধু শুল্ক দিয়েই আমি কয়েকটা যুদ্ধ থামিয়ে দিয়েছি, যেমন ভারত-পাকিস্তান। আমি ওদের বলেছি, তোমাদের পরমাণু অস্ত্র রয়েছে, তোমরা যুদ্ধ করছ। কিন্তু আমি তোমাদের দুই দেশের উপরেই ১০০, ১৫০ এমনকি ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে দেব। এই কথা শুনে ২৪ ঘণ্টার মধ্যে ওরা শান্ত হয়ে যায়। যদি আমার হাতে শুল্কনীতি না থাকত তাহলে ওই যুদ্ধ আমি কোনওদিন থামাতে পারতাম না।” ট্রাম্পের এই দাবিকে বরাবর খারিজ করেছে ভারত। কিন্তু পাকিস্তানের থেকে বারবার সমর্থন পেয়েছেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.