সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প! বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গী ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। দুপক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ দারুণ নেতা। তবে দুপক্ষে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, দিনকয়েক আগেই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। এই আবহে শাহবাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই আটটি মুসলিম দেশের সঙ্গে বৈঠক করেছেন শাহবাজ। মূলত গাজায় ইজরায়েলি অভিযান বন্ধ নিয়েই সেই বৈঠকে আলোচনা হয়েছে। তারপরেই ট্রাম্পের সঙ্গে শাহবাজের সাক্ষাৎ। বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এক দারুণ নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন পাক সেনাপ্রধান, তিনিও অসাধারণ মানুষ।” সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সুরক্ষা, বাণিজ্যর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
প্রসঙ্গত, ভারতের মার খেয়ে গোটা মুসলিম বিশ্বকে নিজের দিকে টানতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। সেই লক্ষ্যে সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে তারা। দাবি উঠেছে, ইজরায়েলকে রুখতে সমস্ত মুসলিম বিশ্বকে একজোট করে ‘ইসলামিক ন্যাটো’ গঠনের। সৌদি আরবের সঙ্গে পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি করেছে তার ভিত্তিতে, দুই দেশের কারও উপর যদি শত্রু হামলা হয়, তাহলে সেই হামলা দুই দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সামগ্রী বিনিময় করবে দুই দেশ।
সৌদির সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো। তাই সৌদির সঙ্গে চুক্তির পর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে উদ্যোগী ইসলামাবাদ। সেকারণেই নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিয়ে আমেরিকাকে পাশে চেয়েছেন শাহবাজ। বালোচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.