Advertisement
Advertisement
Donald Trump

‘এই ধরনের নৃশংস ঘটনা বরদাস্ত নয়’, আমেরিকার আইনসভার সদস্যকে খুনের ঘটনায় হুঁশিয়ারি ট্রাম্পের

আর কী বললেন ট্রাম্প?

Donald Trump reacts to Minnesota shootings
Published by: Subhodeep Mullick
  • Posted:June 15, 2025 4:29 pm
  • Updated:June 15, 2025 8:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে এই ধরনের নৃশংস ঘটনা বরদাস্ত নয়। আমেরিকায় আইনসভার সদস্যকে খুনের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

Advertisement

তিনি বলেন, “মিনেসোটায় মার্কিন আইনসভার এক সদস্যকে গুলি করে খুন করা হয়েছে। হামলা হয়েছে আইনসভার আরও এক সদস্যের উপর। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর নেপথ্যে যে যড়যন্ত্র রয়েছে, তা জলের মতো পরিষ্কার। আমেরিকার মাটিতে এই ধরনের নৃশংস ঘটনা কোনওভাবেই বরদাস্ত নয়।”

প্রসঙ্গত, শনিবার সকালে মিনেসোটার চ্যাম্পলিনে নিজের বাড়িতেই খুন হন আমেরিকার আইনসভার সদস্য মেলিসা হর্টম্যান এবং তাঁর স্বামী। সূত্রের খবর, পুলিশ সেজে বাড়িতে ঢুকে হামলা চালায় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। অন্যদিকে, ঠিক একই কায়দায় হামলা চালানো হয়েছে আমেরিকার আরও এক আইনসভার সদস্য জন হফম্যানের উপর। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, রাজনৈতিক শত্রুতার জেরেই খুন হয়েছেন মোলিসা। ঠিক একই কারণে হফম্যানের উপরও হামলা চালানো হয়। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা  হবে আশ্বাস দিয়েছে পুলিশ। আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ