Advertisement
Advertisement
Donald Trump

রাষ্ট্রসংঘে ‘অন্তর্ঘাতের হ্যাটট্রিকে’র শিকার, সিক্রেট সার্ভিসকে তদন্তভার দিলেন ট্রাম্প!

'জড়িতদের গ্রেপ্তার করা হোক', ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প।

Donald Trump reportedly involved Secret Service to investigate UN mishaps
Published by: Anwesha Adhikary
  • Posted:September 25, 2025 9:47 am
  • Updated:September 25, 2025 9:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে ‘সাবোতাজের হ্যাটট্রিক’ হয়েছে! বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি যে চলমান সিঁড়ি থেকে পড়ে যাননি সেটাই অত্যন্ত অবাক করা কাণ্ড। ‘সাবোতাজে’র সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি তুলেছেন ট্রাম্প। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিয়ে যাওয়ার সময় একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সেই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, যে ভবনে রাষ্ট্রসংঘের সভা বসেছিল, সেখানে প্রবেশ করার পর সিঁড়ি ধরে উপরে যেতে হয়। সেইমতো চলমান সিঁড়িতে পা রেখেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় সেটি। অতঃপর উপায় না দেখে হেঁটেই উপরে যানা তাঁরা। কোনওমতে মূল সভাস্থলে পৌঁছতেই অবাঞ্ছিতভাবে সামনে আসে আর এক বিপত্তি। ভাষণ শুরু হতেই হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায় টেলিপ্রম্পটারে। এই অবস্থায় পকেট থেকে চিরকুট বের করে নিজের ভাষণ চালিয়ে যেতে হয় তাঁকে।

তিক্ত অভিজ্ঞতার পর নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘একটা নয়, দুটো নয়, রাষ্ট্রসংঘে তিনবার অলুক্ষুণে কাণ্ড ঘটেছে রাষ্ট্রসংঘে। চলমান সিঁড়ি বন্ধ হয়ে যায়। আমি আর মেলানিয়া যে পড়ে যাইনি সেটাই অবাক করা ব্যাপার। ভাগ্যিস সিঁড়ির হাতল ধরেছিলাম, নয়তো কেলেঙ্কারি হত। তারপর আমি যখন বক্তৃতা দিতে উঠলাম, ১৫ মিনিট টেলিপ্রম্পটার বন্ধ ছিল। তবুও আমার বক্তৃতা বেশ জনপ্রিয় হয়েছে। তারপর জানতে পারলাম আমার বক্তব্যের সময়ে সাউন্ড সিস্টেম এতই খারাপ ছিল যে কেউ কিছু শুনতে পায়নি।’

তিনবার অন্তর্ঘাতের শিকার হয়ে সিক্রেট সার্ভিসকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও রাষ্ট্রসংঘের তরফ থেকে বলা হয়, রাষ্ট্রসংঘের টেলিপ্রম্পটার একদন ঠিকঠাক কাজ করছিল। সেটি মার্কিন প্রেসিডেন্টের কর্মীরাই পরিচালনা করছিলেন। তবে ট্রাম্পের দাবি, তাঁকে ঘিরে ষড়যন্ত্র চলছে। তাই যথাযথভাবে প্রত্যেকটি বিপত্তির তদন্ত দাবি করেছেন। জড়িতদের গ্রেপ্তারের পক্ষেও সওয়াল করেছেন ট্রাম্প। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ