Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পের গাজা প্রস্তাবকে সমর্থন, মোদির বার্তা ‘রিপোস্ট’ মার্কিন প্রেসিডেন্টের, ফের কাছাকাছি দুই রাষ্ট্রনেতা?

সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প-নেতানিয়াহু।

Donald Trump reposts PM Narendra Modi's support for Gaza peace
Published by: Subhodeep Mullick
  • Posted:October 1, 2025 11:55 am
  • Updated:October 1, 2025 11:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তা স্বাগতও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে মোদির সেই সমর্থনের বার্তা ‘রিপোস্ট’ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বার্তা ‘রিপোস্ট’ করে তিনি আর কিছু লেখেননি। এরপরই প্রশ্ন উঠছে, দুরত্ব ঘুচিয়ে তাহলে কি ফের কাছাকাছি আসছেন দুই রাষ্ট্রনেতা?

Advertisement

মঙ্গলবার মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানাই। দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে ইজরায়য়েল এবং প্যালেস্টাইনের মানুষের উন্নতি করবে এই পরিকল্পনা।’ গোটা বিশ্ব ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে বলে আশাবাদী তিনি।

সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষবিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন-একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প-নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তাঁর প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইজরায়েল এবং হামাস দু’পক্ষই এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। ৭২ ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দিদের ফেরাতে হবে। ইজরায়েলও সমস্ত বন্দিদের মুক্তি দেবে। তারপরেই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে, রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। 

এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গাজার প্রশাসন এবং অন্যান্য় গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনওভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইজরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। বিশেষত গাজায় অরাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে, এমনটাই মত তাঁর। যদিও হামাসের তরফে এই প্রস্তাবের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ