সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাত বছরে প্রথমবার। যুদ্ধ কি থামবে ইউক্রেন-রাশিয়ার? কী হবে বৈঠকে? কেবল ইউক্রেন নয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। আশাবাদী ট্রাম্প। তিনি জানাচ্ছেন, এই বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ।
বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। তখনই তাঁকে বলতে শোনা যায়, ”আমি প্রেসিডেন্ট। উনি আমার সঙ্গে গোলমালে জড়াবেন না নিশ্চয়ই। বৈঠকের প্রথম দু’ মিনিট, তিন মিনিট, বড় জোর চার কিংবা পাঁচ মিনিটেই আমি বুঝে যাব এটা ভালো বৈঠক হবে নাকি খারাপ বৈঠক। তবে যদি এই বৈঠকটা খারাপ হয় তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভালো বৈঠক হলে সেটা শেষ হবে অদূর ভবিষ্যতে শান্তির পথ তৈরি করেই।” এরপরই তিনি জানিয়ে দেন, ২৫ শতাংশের বেশি সম্ভাবনা নেই বৈঠক ভেস্তে যাওয়ার। তাঁর মতে, ”পুতিন যে বুঝে গিয়েছেন একটা ভালো চুক্তি করতে হবেই, সেটা আমি বিশ্বাস করি।”
বলে রাখা ভালো, গত সপ্তাহে ট্রাম্প ২০২১ সালের পর প্রথম মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনের জন্য রাজি হন। ইউক্রেন আশায় বুক বেঁধে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকলেও কিছুটা চাপে ইউরোপ। ইউরোপের উদ্বেগ, এই বৈঠকে ইউক্রেনের উপর প্রতিকূল চুক্তিতে রাজি হওয়ার চাপ আসতে পারে। সব মিলিয়ে বৈঠকের আগেই সিঁদুরে মেঘ দেখছে প্রাক্তন ঔপনিবেশিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.