ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতছাড়া হয়েছে নোবেল পুরস্কার। তার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, গাজার যুদ্ধ পুরোপুরি থেমে গিয়েছে। শান্তি সম্মেলনের জন্য ইজরায়েলের উদ্দেশে রওনাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, যুদ্ধ থেমে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে গাজা। তবে যুদ্ধ থামানোর কৃতিত্ব তিনি ভাগ করে নিতে চেয়েছেন কাতারের সঙ্গে।
সোমবার গাজা শান্তি সম্মেলন। সোমবার বিকেলে শার্ম আল-শেখে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০ টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর পরিবর্তে এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তবে এই বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্প পা রাখবেন ইজরায়েলে। পণবন্দিদের ফেরানো নিয়েই মূলত আলোচনা করবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।
ইজরায়েল যাত্রার আগে ট্রাম্প বলেন, “আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যুদ্ধ শেষ। আশা করি এবার সব স্বাভাবিক হয়ে যাবে। যুদ্ধবিরতির চুক্তি করতে কাতারের ভূমিকা প্রশংসনীয়। নেতানিয়াহুও দারুণ কাজ করেছে। সময়ের আগেই হয়তো পণবন্দিদের অনেককে মুক্তি দেওয়া হবে। গাজাকে নতুনভাবে গড়ে তুলতে বোর্ড অফ পিস প্রতিষ্ঠিত হবে খুব দ্রুত।” ট্রাম্পের মতে, গোটা বিশ্বের একাধিক দেশের নেতা গাজা শান্তি সম্মেলনে আসবেন, কারণ যুদ্ধ বন্ধে সকলেই খুশি।
তবে রিপোর্ট বলছে, ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তিতে সই করবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, চুক্তিতে হামাসকে গাজা ছেড়ে যাওয়ার যে শর্ত দেওয়া হয়েছে তাকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছে হামাস। ফলে মিশরের বৈঠকে আদৌ পুরোপুরি চুক্তি হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও ট্রাম্প নিজে আত্মবিশ্বাসী। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যুদ্ধ থেমেছে। এবার শান্তি ফিরবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.