সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠকশেষেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের জট কাটেনি। তবে ট্রাম্পের মতে এই বৈঠককে অনায়াসেই দশে দশ দেওয়া যায়। আর সেই সঙ্গেই তিনি জানিয়ে দিলেন, এখনই রাশিয়া ও তার বাণিজ্যের অংশীদার দেশগুলির উপরে অতিরিক্ত শুল্ক চাপাচ্ছেন না। তবে ২-৩ সপ্তাহের মধ্যে অবশ্যই বিষয়টি পুনর্বিবেচনা করবেন। তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারত। বিশেষজ্ঞদের মতে, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের শুল্ক নীতি ‘নরম’ হতেই পারে।
ঠিক কী বলেছেন ট্রাম্প? এদিন বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, ”আজকের আলোচনার পর আমার মনে হয় এখনই এই নিয়ে (অতিরিক্ত শুল্ক) ভাবার দরকার আছে বলে। দুই থেকে তিন সপ্তাহের পর এই নিয়ে ভাবব অবশ্যই। কিন্তু এখনই আমরা এই বিষয়ে ভাবছি না। আমার মতে, বৈঠক খুবই ভালো হয়েছে। এখনই যদি দ্বিতীয় দফার শুল্ক চাপিয়ে দিয়ে তা ওদের জন্য ধ্বংসাত্মক হবে।”
রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ দুই দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে মোদির ‘বন্ধু’র মন্তব্য, ‘‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’’ কিন্তু শনিবাসরীয় বৈঠকের পর যেন ‘স্টান্স’ বদলে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতত শুল্ক না চাপিয়ে অপেক্ষা করার কথা বলতে শোনা গেল তাঁকে।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির যে সম্ভাবনা তৈরি হচ্ছিল বৈঠক ঘিরে তা হয়নি। বৈঠকশেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ”বহু বিষয়েই আমরা একমত হয়েছি। তবে সবচেয়ে বেশি যে দুই বিষয়ে আমরা নজর রেখেছিলাম, তার সমাধান মেলেনি। কিন্তু কিছুটা এগনো নিয়েছে। বলা যায়, ততক্ষণ চুক্তি হবে না, যতক্ষণ আমরা ঐক্যমত্যে পৌঁছাই। তবে কয়েকটা বিষয় বাকি আছে। তার মধ্যে কিছু অবশ্যই তাৎপর্যপূর্ণ নয়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই। আর তার সমাধান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা এখনও করতে পারিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.