Advertisement
Advertisement
Donald Trump

নোবেল চাই! এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে আলোচনার পথে ট্রাম্প

জেলেনস্কির সঙ্গেও ট্রাম্পের আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Donald Trump says he will meet Vladimir Putin very soon
Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2025 12:48 pm
  • Updated:August 7, 2025 12:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েলের পর এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ট্রাম্পের আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement

তিনবছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চেয়ে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতই না। দ্বিতীয়বার আমেরিকার কুর্সিতে ফিরে তিনি বেশ কয়েকবার তিরস্কার করেছেন পুতিন-জেলেনস্কি দু’জনকেই। এবার যুদ্ধ থামানোর লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “খুব তাড়াতাড়িই আমাদের বৈঠক হতে পারে, সেই সম্ভাবনা খুব ভালোমত রয়েছে।” দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ট্রাম্প সাক্ষাৎ করবেন পুতিনের সঙ্গে।

সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে ইতিমধ্যেই পুতিনের বৈঠক হয়েছে। সম্ভবত সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার পুতিন-ট্রাম্প বৈঠক হবে। আলোচনা হবে যুদ্ধ থামানো নিয়ে। সেই বৈঠকের পরেই জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। তবে পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি এবং শান্তি ফেরানোর লক্ষ্যে রাশিয়া ইতিবাচক পদক্ষেপ না করলে ফের মস্কোর উপর বড়সড় নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর গড়ে প্রত্যেক মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ইরান-ইজরায়েল যুদ্ধ, রোয়ান্ডা-কঙ্গো যুদ্ধ, সার্বিয়া-কসোভো যুদ্ধ, মিশর-ইথিওপিয়া যুদ্ধ। ভারত-পাকিস্তান সংঘর্ষও থামিয়েছেন ট্রাম্প, এমনটাই ফের দাবি করেন ক্যারোলিন। এবার ট্রাম্পের লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো। ক্যারোলিনের কথায়, শান্তিতে নোবেল পাওয়া উচিৎ মার্কিন প্রেসিডেন্টের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ