Advertisement
Advertisement
Donald Trump

‘ওয়েস্ট ব্যাঙ্ক দখল করতে দেব না’, মুসলিম দেশের চাপে নেতানিয়াহুকে শাসানি ট্রাম্পের

গাজা ইস্যুতে ক্রমাগত ট্রাম্পের উপর চাপ বাড়িয়ে চলেছে মুসলিম রাষ্ট্রগুলি।

Donald Trump says he will not allow Netanyahu to annex West Bank

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 26, 2025 2:56 pm
  • Updated:September 26, 2025 2:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় ইজরায়েলের আগ্রাসনের মাঝেই এবার নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ‘আমি কোনওভাবেই ইজরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখল করতে দেব না। ওরা যতই চেষ্টা করুক এই অভিপ্রায় কোনওভাবেই সফল হবে না।’ ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন সময়ে এল যখন ব্রিটেন, কানাডা, ফ্রান্স-সহ আরও একাধিক দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। গাজা ইস্যুতে ক্রমাগত ট্রাম্পের উপর চাপ বাড়িয়ে চলেছে মুসলিম রাষ্ট্রগুলি।

Advertisement

সাম্প্রতিক সময়ে ইজরায়েলের সেনা ও প্রশাসনিক কর্তাদের তরফে বারবার দাবি করা হয়েছে তারা ওয়েস্ট ব্যাঙ্কের কিছু অংশে পদক্ষেপ করতে চায়। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদিক বৈঠক চলাকালীন এই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। উত্তরে তিনি বলেন, তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। যেখানে তিনি জানিয়েছেন, কোনও অবস্থাতেই ইজরায়েলের ওয়েস্ট ব্যাঙ্ক অধিগ্রহণ অনুমোদন করবে না আমেরিকা। তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। এবার এই যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে লাগাতার যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এখনও পর্যন্ত ইজরায়েলের যাবতীয় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও শেষবার কাতার হামলা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কিছুটা টানাপোড়েন চলেছে। এই অবস্থার মাঝেই নেতানিয়াহুকে কড়া বার্তা দিলেন ট্রাম্প।

অবশ্য ট্রাম্পের এই হুঁশিয়ারির নেপথ্যে ওয়াকিবহাল মহলের মত, আসলে গাজা যুদ্ধকে কেন্দ্র করে যথেষ্ট চাপে ট্রাম্প। একের পর এক মিত্র দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিও গাজা ইস্যুতে যারপরনাই ক্ষুব্ধ। ইজরায়েলকে সামাল দিতে উঠছে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব। এই অবস্থায় বন্ধুদের মন রাখতে নেতানিয়াহুকে থামানো যে একান্ত জরুরি তা বেশ বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট। যার জেরেই এই বার্তা। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকার বড় অংশ দখল করে রেখেছে। প্যালেস্তিনিয়রা এই অঞ্চলগুলিকে নিজেদের দেশের সঙ্গে যুক্ত করতে চায়। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি-সহ একাধিক দেশ ওয়েস্ট ব্যাঙ্ক দখলের প্রস্তাবের বিরুদ্ধে ইজরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ