ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক নিয়ে ভারতকে ফের বড়সড় আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন, বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আসলে আমেরিকাকে হত্যা করেছে ভারত, চিন, ব্রাজিলের মতো দেশগুলি। তাই এখন ভারত যদি মার্কিন পণ্যের উপর কোনও শুল্ক না চাপানোর সিদ্ধান্ত নেয়, তাতেও ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমবে না। উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপর আপাতত ৫০ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে।
গত সোমবার ট্রাম্প দাবি করেন, “ওরা (ভারত) এখন (মার্কিন পণ্য) শুল্কশূন্য করার প্রস্তাব দিচ্ছে। এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল। খুব কম মানুষই বোঝেন যে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করে। সোজা কথায় বলতে গেলে, ভারত আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক (ক্লায়েন্ট)। কিন্তু আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি।’’
মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, আমেরিকা কি ভারতের উপর থেকে শুল্ক কমানোর কোনও পরিকল্পনা করছে? এর উত্তরে ট্রাম্প বলেন, “না। এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই। কিন্তু সেই সম্পর্ক একতরফা ছিল, যা আমি বদলে দিয়েছি।”
কিন্তু বুধবার আবারও শুল্ক নিয়ে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। একটি রেডিও শো’তে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, “চিন শুল্ক বসিয়ে আমাদের হত্যা করে। ভারত হত্যা করে। ব্রাজিল হত্যা করে। গোটা বিশ্বে আমি সবচেয়ে ভালো বুঝি, কে কীভাবে শুল্ক বসাচ্ছে। এখন ওরা (ভারত) বলছে, মার্কিন পণ্যের উপর শুল্ক বসাবে না। আসলে আমি যদি শুল্ক না চাপাতাম তাহলে ওরা (ভারত) কখনই এই প্রস্তাব দিত না।” ট্রাম্পের মতে, শুল্কনীতির ফলেই আমেরিকার হাতে দর কষাকষির মতো গুরুত্বপূর্ণ অস্ত্র এসেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.