Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

জাপানের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর আমেরিকার, ঝুলেই রইল ভারতের ভবিষ্যৎ

জাপানের পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে আমেরিকা।

Donald Trump Says US And Japan Reach Trade Deal

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:July 23, 2025 9:57 am
  • Updated:July 23, 2025 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, জাপানের পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে আমেরিকা। যদিও জাপানের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ‘ট্রুথ’ সোশালে লেখেন, ‘জাপানের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। এখনও পর্যন্ত যে যে দেশের সঙ্গে আমরা বাণিজ্যচুক্তি করেছি, তার মধ্যে এটি বহত্তম। জাপান ৫৫ হাজার কোটি ডলার আমেরিকায় বিনিয়োগ করবে। অন্যদিকে, আমেরিকা প্রায় ৯০ শতাংশ মুনাফা লাভ করবে।’ এই চুক্তির ফলে লক্ষ্য লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জাপানের সঙ্গে বাণিজ্যচুক্তি হবে কি না, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। ট্রাম্প এই চুক্তি নিয়ে নিজেও নিশ্চিত ছিলেন না। তিনি দাবি করেছিলেন, জাপানের সঙ্গে কথাবর্তা চলছে, কিন্তু আদৌ বাণিজ্যচুক্তি স্বাক্ষর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে চলতি মাসের প্রথমে জাপানের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু অবশেষে ‘সংঘাত’ কাটিয়ে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল দু’দেশ।

জাপান, ইন্দোনেশিয়া, চিন-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। কিন্তু ভারতের সঙ্গে চুক্তির জট এখনও কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement