Advertisement
Advertisement
Donald Trump

ভারতীয় পড়ুয়া ও H-1B ভিসাধারীদের দেশছাড়া করার চক্রান্ত! নয়া চাল ট্রাম্পের

কী পদক্ষেপ করছে ট্রাম্প প্রশাসন?

Donald Trump set to take a MASSIVE step against Indian students and H-1B visa holders

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 8, 2025 10:01 am
  • Updated:September 8, 2025 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধবাসীদের দেশছাড়া করার পর, ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছিল বিদেশি পড়ুয়া ও H-1B ভিসাধারীদের উপর। তবে সে চেষ্টা খুব একটা কার্যকর হয়নি। এই অবস্থায় বিদেশিদের দেশছাড়া করতে নয়া চাল ট্রাম্প প্রশাসনের। মার্কিন অভিবাসী দপ্তর ছাত্র ভিসা ও H-1B ভিসায় আমেরিকায় আসা বিদেশিদের সমস্ত রেকর্ড পরীক্ষা করতে শুরু করেছে। যদি তাঁরা তাঁদের নির্ধারিত কাজের বাইরে অন্য কোনও ক্ষেত্র থেকে আয় করেন এবং রাজস্ব বিভাগকে অবহিত না করেন, সেক্ষেত্রে আমেরিকা থেকে তাঁদের বহিষ্কার করা হবে।

Advertisement

মার্কিন অভিবাসন বিভাগের আইনজীবী জাথ সাও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, H-1B ভিসায় আমেরিকায় চাকরিসূত্রে আসা অনেকে অন্যান্য ক্ষেত্র থেকেও আয় করেন। বিদেশি পড়ুয়ারাও পড়ার ফাঁকে কোনও সংস্থায় পার্ট-টাইম কাজ করেন। তাঁদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেবে মার্কিন রাজস্ব বিভাগ, অভিবাসন ও কাস্টম বিভাগ। রাজস্ব বিভাগের মতে নির্ধারিত কাজের বাইরে অন্য ক্ষেত্র থেকে আয় করার অর্থ ওই বিদেশিরা কর ফাঁকি দিচ্ছেন। এমনটা হলে তাঁদের দেশ থেকে বহিষ্কার করার করা হতে পারে। পাশাপাশি ভিসার মেয়াদ না বাড়িয়ে আজীবনের জন্য আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পর আমেরিকাকে বিশ্বসেরা করার লক্ষ্য নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে তাঁর মনে হয়েছে বিদেশিরাই আমেরিকার যাবতীয় সমস্যার মূল। যার জেরে প্রথমে অবৈধবাসীদের তাড়ানোর পর ট্রাম্পের রোষানলে H-1B ভিসাধারী ও বিদেশি পড়ুয়া। তবে সেক্ষেত্রে আইনি বাধা থাকায় নানা অছিলায় ভিসা বাতিল করা হচ্ছে বিদেশিদের। যাঁদের গ্রিনকার্ড রয়েছে, তাঁদের উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে স্বেচ্ছায় তা প্রত্যাহারের। ভিসা বাতিল করতে ছোটখাটো আইন লঙ্ঘনকেও বড় করে দেখানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমেরিকায় পড়তে গিয়ে নিজের খরচ চালানোর জন্য পড়ুয়ারা কোনও না কোনও কাজ করেন। এখন থেকে রাজস্ব বিভাগকে না জানিয়ে এমন কোনও কাজ করলে এবার সেইসব পড়ুয়াদের বহিষ্কার করা হবে বলে জানা যাচ্ছে। ট্রাম্পের এমন নীতিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

শাও বলেন, সমস্ত অভিবাসীদের অতীত খতিয়ে দেখা হচ্ছে। এমনকি যদি তারা অন্য কোনও অপরাধের জন্য যদি ধরা পড়েন, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন, অনেক বছর আগে ছাত্র অবস্থায় রেস্তোরাঁ বা ফাস্ট ফুডের দোকানে কাজ করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। অবশ্য ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত বড় পরিসরে এই পদক্ষেপ শুরু করেনি ঠিকই, কিন্তু পরিস্থিতি সেই পথেই এগোচ্ছে। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে ভারত-সহ অন্যান্য অভিবাসীদের নানা অজুহাতে দেশছাড়া করবেন ট্রাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement