Advertisement
Advertisement
Donald Trump

হোয়াইট হাউসে গিয়ে গ্রেপ্তার ওবামা! বিস্ফোরক এআই ভিডিও পোস্ট ট্রাম্পের, তুঙ্গে বিতর্ক

এবার কি ওবামাকে গ্রেপ্তারের ছক কষছে ট্রাম্প প্রশাসন?

Donald Trump share AI video of Barack Obama arrested
Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 8:39 am
  • Updated:July 21, 2025 9:05 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে! বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

দিনকয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও দাবি করেন, ২০১৬ সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্রের তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসী। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলেই দাবি করেন তিনি।

সেই মন্তব্যের দিনকয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবের কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই ভিডিও। সবমিলিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিওর সারমর্ম হল, কেউই আইনের উর্ধ্বে নন। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। তারপরেই দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে এফবিআই। সেই দৃশ্য দেখে দিব্যি মিটিমিটি হাসছেন ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, কয়েদির পোশাক পরে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা।

এআই দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করলেও কোনও ক্যাপশন দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিতর্কের ঝড় উঠেছে মার্কিন রাজনৈতিক মহলে। কাল্পনিক ভিডিও শেয়ার করেও কেন সতর্কবার্তা দিলেন না প্রেসিডেন্ট, প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্টের এহেন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলতেও পিছপা হননি সমালোচকরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনে ওবামাকে গ্রেপ্তারের ছক কষছে ট্রাম্প প্রশাসন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ