Advertisement
Advertisement
Donald Trump

এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, বাদ যাবে না ভারতীয় চলচ্চিত্রও

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় কতখানি প্রভাব পড়বে ভারতীয় চলচ্চিত্রে?

Donald Trump slaps 100% tariff on non-US made films

ফাইল ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:September 29, 2025 8:18 pm
  • Updated:September 29, 2025 9:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে উৎসবের হাওয়া। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে হা রে রে রে করে ফের শুল্কের ময়দানে বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সমস্ত বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে ঘোষণা করলেন তিনি। বাদ যাবে না ভারতীয় সিনেমাও। সোমবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “বাচ্চার হাত থেকে যে ভাবে লজেন্স কেড়ে নেওয়া হয়, সে ভাবেই আমেরিকার সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি।” এর ফলে কতটা প্রভাব পড়বে বলিউড এবং ভারতের আঞ্চলিক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিতে?

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত মে মাসেই বিদেশি ছবিতে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই পথেই হাঁটতে চলেছেন। কিন্তু মূল প্রশ্ন হল, এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় চলচ্চিত্র? উত্তর হল বেশ খারাপ প্রভাব পড়বে। যেহেতু বলিউডের হিন্দি ছবি বা দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বিদেশের বাজারে মোট আয়ের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমেরিকা থেকে। এবার বাস্তবেই ১০০ শতাংশ শুল্ক চাপানোয় বিপাকে পড়বেন ভারতীয় চলচ্চিত্রের প্রযোজকরা। আমেরিকায় আকাশ ছোঁয়া হবে ভারতীয় সিনেমার টিকিটের দাম। অবশ্য কেবল ভারত নয়, সব দেশের ক্ষেত্রেই বিষয়টা এক।

কদিন আগেই আছড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের আরও এক শুল্কবাণ! ওষুধের উপর ১০০ শতাংশ কর বসান তিনি। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ