ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে মামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই লাতিন আমেরিকার দেশটিকে ‘শিক্ষা’ দিতে ব্রাজিল থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে বলে জানা গিয়েছে। ট্রাম্পের এই নির্দেশের পর পালটা সুর চড়িয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “ব্রাজিল একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। তাই এখানে অন্যের অভিভাবকত্ব বরদাস্ত করব না।”
বুধবার প্রেসিডেন্ট লুলাকে পাঠানো চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, ব্রাজিলে স্বাধীন নির্বাচনের উপর বারবার আঘাত করে হচ্ছে। পাশাপাশি, আমেরিকারনদের বাকস্বাধীনতার অধিকারও খর্ব করা হচ্ছে। এরপরই তিনি বলসোনারোর প্রসঙ্গ টেনে এনে বলেন, “ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে লুলা প্রশাসন যে আচরণ করছে, তা গোটা বিশ্বের কাছে একটি লজ্জার বিষয়। তাঁর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা উচিত।”
গত ২ এপ্রিল ব্রাজিল থেকে আমেরিকায় রফতানি হাওয়া পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর দেশটির উপর নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করল ওয়াশিংটন। সুতরাং এখন মোট শুল্কের পরিমাণ বেড়ে হল ৬০ শতাংশ। ব্রাজিলের আগে আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলডোভা, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের উপর আগামী মাস থেকে অতিরিক্ত শুল্ক চাপানো কথা জানিয়েছিলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.