সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু নাবালিকার যৌন হেনস্তায় অভিযুক্ত ছিলেন তিনি। শেষে জেলের কুঠুরিতেই আত্মহত্যার পথ বেছে নেন বলেই দাবি। প্রায় ছ’বছর আগে প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন ফের উঠে এলেন আলোচনায়। কেননা এবার তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প এপস্টেইনকে তাঁর পঞ্চাশতম জন্মদিনে একটি চিঠি পাঠান। তাতে নাকি একটি নগ্ন নারীর ছবি আঁকা ছিল। আর এতেই ক্ষুব্ধ ট্রাম্প। তিনি ওই সংবাদমাধ্যমের মালিক সংস্থা ডো জোন্স ও তার মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন। ট্রাম্পের দাবি, ওই চিঠি সম্পূর্ণ ‘ভুয়ো’।
কী দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে? সেখানে বলা হয়েছে, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিনে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ট্রাম্পও। তিনি যে চিঠি পাঠিয়েছিলেন তাতে একটি নগ্ন নারীর ছবি আঁকা ছিল। তখনও এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হননি। এই চিঠি ঘিরে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই প্রতিবেদন ‘ভুয়ো, ক্ষতিকর, অবমাননামূলক’। আর তাই তিনি বিপুল অঙ্কের জরিমানা চেয়ে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, তিনি কখনওই নারীদের ছবি আঁকেন না। ওই চিঠির ভাষাও তাঁর নয়। পুরোটাই বানিয়ে তোলা।
এদিকে ডো জোন্সের মুখপাত্র বিবিসিকে একটি বিবৃতিতে বলেছেন, ”আমাদের প্রতিবেদন সত্যতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এবং যে কোনও মামলার বিরুদ্ধে আমরা জোরাল লড়াই করব।” তিনি জানিয়েছেন, মামলা হলে তার বিরুদ্ধে লড়াই করতে তাঁদের সংস্থা প্রস্তুত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.