ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন থেকে ফেরার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টারে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে, মাঝপথে জরুরি অবতরণ করতে হয় কপ্টারটিকে। অন্য একটি হেলিকপ্টারে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি। এই ঘটনার সময় ট্রাম্পের পাশাপাশি কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া।
হোয়াইট হাউসের প্রেস সচিবের তরফে এই ঘটনায় বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, লন্ডন থেকে ফেরার সময় মাঝআকাশে হঠাৎ কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যার জেরে কোনওরকম ঝুঁকি না নিয়ে লন্ডনের কাছেই স্থানীয় ছোট একটি বিমানবন্দরে কপ্টারটি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। এরপর অন্য একটি হেলিকপ্টার দ্রুত সেখানে আসে। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে রওনা দেয় স্ট্যানস্টেড বিমান বন্দরের উদ্দেশে। পথে সমস্যার জেরে বিমানবন্দরে পৌঁছতে কিছুটা দেরি হয় তাঁদের। সেখান থেকে বিমানে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন সস্ত্রীক ট্রাম্প। হোয়াইট হাউদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ব্রিটেন সফর থেকে আমেরিকা ফেরার পর সেখানকার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের দুই দেশের বন্ধুত্ব পৃথিবীর যে কোনও দেশের তুলনায় সুন্দর। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারের সঙ্গে বৈঠকে দুই নেতা। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তিকে বিরাট চুক্তি হিসেবে উল্লেখ করেন দুই রাষ্ট্রনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.